সম্প্রতি শেষ হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) থেকে টিকিট বিক্রির মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আনুমানিক ১২ কোটি ২৫ লাখ টাকা আয় করেছে। যা গত দশ আসরের চেয়ে কয়েক গুণ বেশি। আগের আসর মিলিয়ে টিকিট বিক্রি থেকে বোর্ডের আয় ছিল ১৫ কোটি টাকা।
বিসিবির সভাপতি ফারুক আহমেদ আজ এক ভিডিও বার্তায় এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, ‘বিনামূল্যে বিতরণ করা (এফওসি) টিকিটের সংখ্যা, ব্যাংকের মাধ্যমে বিক্রির হিসাব এবং অনলাইন প্ল্যাটফর্ম থেকে আসা আয় এগুলো।’
বিপিএল ফ্র্যাঞ্চাইজি মালিকদের দীর্ঘদিনের দাবি ছিল লভ্যাংশ ভাগের। এতদিন বিসিবি সভাপতি বিষয়টি সরাসরি কিছু না বললেও আজ ভিডিও বার্তায় দিলেন জবাব। সেখানে তিনি বলেছেন, ‘আমি দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত আয় কত এই বিষয়ে কোনো ধারণা ছিল না। বিপিএলের লাভ-লোকসান নিয়েও কিছুই জানতাম না। তবে এবার টিকিট বিক্রি থেকে যেহেতু একটা বড় অংশ লাভ হয়েছে তাই আমরা ফ্র্যাঞ্জাইজিগুলোর মধ্যে টিকিট বিক্রির লভ্যাংশ ভাগ করে দিতে পারব।’
বিপিএলের বিপুল দর্শক সমাগম এবং টিকিট বিক্রি থেকে অর্জিত সম্ভাব্য আয় বিসিবির জন্য ইতিবাচক দিক হিসেবে দেখা হচ্ছে। বিপিএলের জনপ্রিয়তা নিয়ে বিসিবি বেশ আশাবাদী এবং ভবিষ্যতে আরও বেশি দর্শক আকর্ষণের পরিকল্পনা করছে।