শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

হৃদরোগ জয় করে ফিরলেন বেন্তালেব

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:০৭ পিএম

আট মাস আগে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন নাবিল বেন্তালেবের। ফুটবলে ফেরাটা ছিল অনিশ্চিত। কিন্তু সেই অনিশ্চয়তার গল্পকে রূপকথায় বদলে দিলেন তিনি। রবিবার রাতে রেনের বিপক্ষে মাত্র চার মিনিটের মধ্যে গোল করে লিলকে এনে দিলেন ২-০ গোলের জয়।

৩০ বছর বয়সী আলজেরিয়ান মিডফিল্ডার গত জুনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পড়েছিলেন। এরপর তার শরীরে ডিফিব্রিলেটর বসানো হয়। ফ্রান্স ফুটবল ফেডারেশনের মেডিকেল কমিশন তাকে খেলার অনুমতি দেয় গত বুধবার।

রবিবার ম্যাচের ৭৬তম মিনিটে বদলি নেমেই চমক দেখান বেন্তালেব। তার নেমে আসার ঠিক চার মিনিট আগে ১০ জনের দলে পরিণত হয় রেন, লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ক্রিস্টোফার উ। এরপর একের পর এক আক্রমণ চালায় লিল, যার বেশিরভাগই আটকে দিচ্ছিলেন রেন গোলরক্ষক ব্রাইস সাম্বা। প্রথমার্ধে চুবা আকপমের নেওয়া দুর্বল এক পেনাল্টিও ঠেকিয়ে দেন তিনি।

তবে ৮০তম মিনিটে আর পারেননি সাম্বা। তার এক সেভ থেকে ফিরে আসা বলে ফাঁকা জালে ঠেলে দেন বেন্তালেব। গোলের পর তিনি ছুটে যান কোচিং স্টাফদের দিকে, আনন্দে ঝাঁপিয়ে পড়েন তাদের বাহুতে।

৮৬তম মিনিটে আকপম লিলের হয়ে দ্বিতীয় গোলটি করেন। এই জয়ে ৪২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থান পুনরুদ্ধার করেছে লিল, যা কিছু সময়ের জন্য দখলে নিয়েছিল লিওঁ।

এদিকে, লা আভ্রেকে ৩-১ গোলে হারিয়ে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে ফিরেছে নিস।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত