সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

বইমেলায় সালাহ উদ্দিন মাহমুদের ‘বিষণ্ন সন্ধ্যা কিংবা বিভ্রম’

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০৩ পিএম

অমর একুশে বইমেলা উপলক্ষে প্রকাশিত হয়েছে কবি ও কথাশিল্পী সালাহ উদ্দিন মাহমুদের গল্পগ্রন্থ ‘বিষণ্ন সন্ধ্যা কিংবা বিভ্রম’। বইটি প্রকাশ করছে কিংবদন্তী পাবলিকেশন। প্রচ্ছদ করেছেন সাদিয়া তারান্নুম। এটি সালাহ উদ্দিন মাহমুদের পঞ্চম গল্পগ্রন্থ এবং ১৫তম বই।

‘বিষণ্ন সন্ধ্যা কিংবা বিভ্রম’ বইটিতে মোট ১৩টি গল্প স্থান পেয়েছে। গল্পগুলো হলো—‘বিষণ্ন সন্ধ্যা কিংবা বিভ্রম’, ‘হালিমে আঙুলের হদিস’, ‘জলের ভেতর অনল’, ‘রবিতনের অন্তিম সংযম’, ‘নুন আনতে জীবন ফুরায়’, ‘একটি মসজিদের ইতিবৃত্ত’, ‘কাঁচ ভাঙা স্বপ্ন’, ‘আঁচলে বাঁধা চিরকুট’, ‘আদিম লালসার খদ্দের’, ‘কলেরাকালের দিনলিপি’, ‘অন্ধকারের শেষ সীমান্তে’, ‘মায়ের হাতের মলিদা’ ও ‘মুঠোফোন এবং মমতাময়ী মা’।

প্রকাশক অঞ্জন হাসান পবন বলেন, ‌‘সালাহ উদ্দিন মাহমুদের গল্প বরাবরই জীবনের কথা বলে। নানাবিধ সংকট উঠে আসে তার লেখনীতে। আশা করি, এবারের গল্পগুলোও পাঠকের হৃদয়কে স্পর্শ করবে।’

গল্পগ্রন্থ সম্পর্কে সালাহ উদ্দিন মাহমুদ বলেন, ‘দুই বছর বিরতির পর নতুন গল্পগ্রন্থ প্রকাশিত হলো। বইটি বইমেলায় কিংবদন্তী পাবলিকেশনের স্টলে পাওয়া যাচ্ছে। একই সঙ্গে দেশের অনলাইন বুকশপগুলোতেও পাওয়া যাচ্ছে। বইটির মূল্য রাখা হয়েছে ২৫০ টাকা।’

সালাহ উদ্দিন মাহমুদ বাংলা সাহিত্যে প্রথম শ্রেণিতে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। বর্তমানে গবেষণা করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. রাজিব মণ্ডলের অধীনে। জাগো নিউজের ফিচার বিভাগে কর্মরত রয়েছেন তিনি। 

তার অন্যান্য বইয়ের মধ্যে রয়েছে—‘সার্কাসসুন্দরী’, ‘নিশিসুন্দরী’, ‘সুন্দরী সমগ্র’, ‘এখানে কয়েকটি জীবন’, ‘মিথিলার জন্য কাব্য’, ‘তুমি চাইলে’, ‘মমতা’, ‘বাংলা সাহিত্যের একাল-সেকাল’, ‘বাংলা সাহিত্যে শিল্পপ্রবণতা’ প্রভৃতি। 

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত