সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

ইউক্রেনের প্রতিনিধি ছাড়াই আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্র-রাশিয়া

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:২১ পিএম

অবশেষে সৌদি আরবের রিয়াদে আলোচনায় বসেছেন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তারা। তিন বছর আগে ইউক্রেনে রাশিয়ার সর্বাত্মক হামলা চালানোর পর এই প্রথম দুই দেশের কর্মকর্তাদের মধ্যে সরাসরি বৈঠক হচ্ছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে দুই পক্ষের নেতৃত্ব দিচ্ছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তবে ইউক্রেন বা তার মিত্র দেশগুলোর কাউকে এই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি।

যুক্তরাষ্ট্র বলছে, বৈঠকটির মাধ্যমে ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়া আন্তরিক কি না সেটা বুঝতে চাইছেন তারা। আর রাশিয়ার ভাষ্য, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করায় জোর দিচ্ছে তারা।

বৈঠকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পররাষ্ট্রনীতিবিষয়ক উপদেষ্টা ইউরি উশাকোভ অংশ নিচ্ছেন। অপরদিকে যুক্তরাষ্ট্রের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ এবং যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফ উপস্থিত রয়েছেন।

এছাড়া আয়োজক দেশ সৌদি আরবের পক্ষে উপস্থিত আছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মুসায়েদ বিন মোহাম্মদ আল আইবান।

শেষ খবর পাওয়া পর্যন্ত, বৈঠকটি প্রথম দফায় প্রায় আড়াই ঘণ্টা ধরে চলেছে। বিরতি শেষে তারা আবারও আলোচনায় অংশ নেবেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত