রোববার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

নারী ডিপিএল

আশার ৬ উইকেটে বড় জয়ে শুরু আশরাফুলদের

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:২৬ পিএম

নারীদের ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ শুরুর ম্যাচে বড় জয় পেয়েছে গুলশান ইয়ুথ ক্লাব। সানদিহা ইসলাম আশার ৬ উইকেট শিকারের ম্যাচে খেলাঘর সমাজ কল্যাণ সমিতিকে ৭ উইকেটে হারিয়েছে তারা। বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাবের বিপক্ষে ৪ উইকেটে জিতেছে আবাহনী। দুটো ম্যাচেই কোনো দল পার করতে পারেনি একশ রানের গণ্ডি।

ইউল্যাব মাঠে খেলাঘরকে আগে ব্যাটিংয়ে পাঠায় গুলশান ইয়ুথ। আশার ৬ আর সুরাইয়া আজমিমের ৩ উইকেট শিকারে ২৮.৪ ওভারে মাত্র ৬৪ রানেই অলআউট হয় খেলাঘর। ৫.৪ ওভারে ৩ মেডেনসহ মাত্র ৯ রান দিয়ে ৬ উইকেট নেন আশা। আজমিম ৫ ওভারে ৪ রান দিয়ে নেন ৩ উইকেট। খেলাঘরের হয়ে এক মাত্র ব্যাটার দু’অঙ্ক ছোঁন আতিকা হোসেন আনুরা। ৭১ বল খেলে ২১ রান করেন তিনি। জবাবে ৩ উইকেট হারালেও ১৭ ওভারে লক্ষ্য ছোঁয় গুলশান ইয়ুথ। আফিয়া আসিমা ইরা অপরাজিত ১৭ ও একা মল্লিক ১৪ রান করেন। খেলাঘরের সুলতানা খাতুন দুই উইকেট নেন। এবার গুলশান ইয়ুথ ক্লাবটির কোচের দায়িত্ব পালন করছেন মোহাম্মদ আশরাফুল।

বিকেএসপির ১ নম্বর গ্রাউন্ডে আগে ব্যাটিংয়ে নেমে ৩৮.৩ ওভারে ৯৮ রান তুলতেই গুটিয়ে যায় পুলিশ। রচনা তৃপ্তি ৫৭ বলে ২৮ এবং অপর্ণা দে ৭৭ বলে ২২ রান করেন। আবাহনীর রিয়া আক্তার শিখা ৩টি, ফাতেমা জাহান সোনিয়া ও রুপা রায় ২টি করে উইকেট নেন। জবাবে অধিনায়ক ফারজানা হক পিংকির ৭২ বলে অপরাজিত ৫৫ রানের ইনিংসে ৪ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছায় আবাহনী। পুলিশের হয়ে প্রীতি দাস ৩টি ও দীপা খাতুন ২টি উইকেট পান।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত