মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ৩ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

‘এখনকার ক্রিকেটাররা সব ম্যাকডোনাল্ডস ও কেএফসি প্রজন্ম’

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৩৭ পিএম

শচীন টেন্ডুলকার বনাম গ্লেন ম্যাকগ্রা, জাভেদ মিঁয়াদাদ-কিরণ মোরে, ভেঙ্কটেশ প্রসাদ-আমির সোহেল, শহীদ আফ্রিদি-গৌতম গম্ভীর- একটা সময় ক্রিকেট দুনিয়ায় তুমুল আলোচিত ছিল এসব দ্বৈরথ। মাঠে নামলেই তারা একে অন্যের শত্রুত হয়ে যেতেন। বর্তমান সময়ে ক্রিকেটারদের মাঝে সেই আগ্রাসন দেখা যায় না। কারণটা কী?

চ্যাম্পিয়নস ট্রফিতে আগামী ২৩ ফেব্রুয়ারি মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। দুই দেশের ক্রিকেটারদের মাঝে এখন আর কোনো দ্বৈরথ হয় না। সেই তুমুল আগ্রাসন আর দেখা যায় না। স্টার স্পোর্টসের একটি অনুষ্ঠানে এ বিষয়ে জানতে চাওয়া হয় পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদির কাছে। তিনি এক কথায় বলে দেন- ‘এখনকার খেলোয়াড়েরা তো সব ম্যাকডোনাল্ডস ও কেএফসি প্রজন্ম।’

একই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের বিশ্বকাপজয়ী সাবেক অল-রাউন্ডার যুবরাজ সিং। আফ্রিদির কথায় দর্শকদের একজন বলে ওঠেন ‘আগ্রাসন দেখানোর মতো ফিটনেসই তাঁদের নেই’। শুনে একসময়ের অলস হিসেবে পরিচিত যুবরাজ হাসতে হাসতে বলেন ‘ফিটনেস নিয়ে আর কথা বলবেন না।’ ভারত-পাকিস্তানের বৈরিতা নিয়ে যুবরাজের বক্তব্য, ‘ভারত-পাকিস্তানের সম্পর্কটা মিয়া-বিবির (স্বামী-স্ত্রী) মতো। এই ধরুন, সকালে ঝগড়া করছে তো বিকেলে একসঙ্গে খেতে বসছে।’

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত