গাজীপুরের শ্রীপুরে মহাসড়কে নিষিদ্ধ ব্যাটারিচালিত অটোরিকশা আটকাতে গিয়ে মৃত্যুর মুখে পড়েছিলেন হাইওয়ে পুলিশের এক সদস্য।আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনা বাজার এলাকায় অটো থামানোর ইশারা দিলে না থামানোয় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কে অটো দেখে থামানোর চেষ্টা করেন। এরপর পুলিশ সদস্য সামনে দাঁড়ান। এ সময় চালক উল্টো দ্রুত গাড়ি চালিয়ে দিলো ঝুলে পড়েন পুলিশ সদস্য। এরপর ঝুলিয়ে দীর্ঘপথ অটো চালিয়ে চলে যান অটোচালক। ব্যাটারি চালিত অটোরিকশায় পুলিশ সদস্যকে ঝুলিয়ে রাখা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে তিনি আহত হন।
পরে অতিরিক্ত পুলিশ গিয়ে আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে। ওই চালকেও আটক করা হয়েছে।
আটক করা অটোরিকশা চালকের নাম জনী আহমেদ (২৪)। তিনি ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি গ্রামের আহমদ আলীর ছেলে।
আহত হওয়া পুলিশ সদস্য মাওনা হাইওয়ে থানার কনস্টেবল কমল দাস। তিনি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনা বাজার এলাকায় দায়িত্বপালন করছিলেন। এ সময় মহাসড়কে একটি অটোরিকশা যাত্রী নিয়ে উঠে পড়লে তিনি থামানোর চেষ্টা করেন।
পুলিশ সদস্য কমল দাস বলেন, অটোরিকশা থামানোর জন্য সিগনাল দেয়েছিলাম। এরপর রিকশা থামানোর পর চাবি নেওয়ার চেষ্টা করলে সঙ্গে সঙ্গে চালক অটোরিকশা চালাতে শুরু করেন। আমি অটোরিকশায় উঠার চেষ্টা করি, কিন্তু চালক রিকশার গতি আরও বাড়িয়ে দেয়। অটোরিকশা চালককে অনুরোধ করলেও গতি আরও বাড়িয়ে আমাকে ফেলে দিতে চেষ্টা করে। আমাকে ঝুলিয়ে কমপক্ষে এক কিলোমিটার নিয়ে যায় সে।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আয়ুব আলী বলেন, ঘটনার পরপরই অতিরিক্ত পুলিশ পাঠিয়ে আহত পুলিশ সদস্যকে উদ্ধার করা হয়। পরে অভিযুক্ত চালককেও আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে অটোরিকশাটিও। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।