সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

জবি ছাত্র ফ্রন্টের সভাপতি ইভান, সম্পাদক মারুফ

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৫১ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ১৯ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ইভান তাহসীভকে সভাপতি এবং আইন বিভাগের শামসুল আলম মারুফকে সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়েছে। উভয়ই ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের ৪র্থ তলায় শাখা ছাত্র ফ্রন্টের ১৩তম কাউন্সিলে এ কমিটি ঘোষণা করা হয়। কাউন্সিলের উদ্বোধন করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি খাদিজা তুল কুবরা, সাংগঠনিক সম্পাদক আপেল আহমেদ, দপ্তর সম্পাদক তৌকির আহমেদ, অর্থ সম্পাদক সিদ্ধার্থ কুমার রায়, প্রচার ও প্রকাশনা সম্পাদক খিজির আল সিফাত স্কুল সম্পাদক পল্লব কুমার, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক জুনায়েদুল ইসলাম, ক্রীড়া সম্পাদক সাজু আহমেদ, সমাজকল্যাণ সম্পাদক দীপংকর রায়, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আহাম্মদ নাঈম।

কার্যকরী সদস্য ফারিহা তাসনিম, মিশকাতুল জামান সৌমিক, তাজুল ইসলাম তুষার, সৌরভ আহমেদ, তাজওয়ার ইসলাম, নাজিব মাহমুদ অনিক, রিয়াদ সরকার।

কাউন্সিলে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ও বাসদ (মার্কসবাদী) -এর কেন্দ্রীয় সমন্বয়ক মাসুদ রানা এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির স্কুল বিষয়ক সম্পাদক দীপা মজুমদার উপস্থিত ছিলেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত