বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

শেরপুরে সড়ক দুর্ঘটনায় কিশোরসহ নিহত ২, আহত ৬

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:২৯ পিএম

শেরপুর জেলা শহরের অষ্টমীতলা এলাকায়  সড়ক দুর্ঘটনায় এক কিশোরসহ ২ জন নিহত ও ৬ জন আহত হয়েছেন। শনিবার (২২ ফেব্রুয়ারি) জেলা শহরের অষ্টমীতলা এলাকায় দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত দুজন হলেন- শহরের দূর্গা নারায়নপুর এলাকার সনজিতের ছেলে গৌরব (২৫) এবং সদর উপজেলার বয়ড়া পরানপুর এলাকার বাসিন্দা কিশোর রনি (১২)।  নিহত দুজনই পৌর নিউ মার্কেটের তুলির ছোঁয়া নামের একটি ছাপাখানার কর্মচারী ছিলেন। 

জানা গেছে, বেপরোয়া গতির একটি মাইক্রোবাস বিপরীত দিক থেকে আগত একটি অটোরিকশা ও মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দিলে অটোরিকশা যাত্রী ও মোটরসাইকেল আরোহীরা মারাত্মকভাবে আহত হন। আহতদের উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গুরুতর আহত রনি ও গৌরভ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম  বলেন, ‘এ ঘটনায় মাইক্রোবাসটিকে জব্দ করা হয়েছে। চালককে ধরতে অভিযান চলছে।’

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত