‘ঘরের ছেলে ঘরে ফিরছে’—এই আশাবাদ নিয়েই লেজেন্ডস অব রূপগঞ্জ সাকিব আল হাসানকে দলে ভেড়ানোর ঘোষণা দিয়েছিল। কিন্তু মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে পাল্টে গেল দৃশ্যপট। রোববার দলবদলের সময় শেষ হওয়ার কিছুক্ষণ আগে নিজেই দলবদল স্থগিতের অনুরোধ জানান এই অভিজ্ঞ অলরাউন্ডার। ফলে আপাতত ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) খেলার সম্ভাবনা শেষ হয়ে গেল তার।
রূপগঞ্জের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম জানান, সাকিব তাদের সঙ্গে যোগাযোগ করে দলবদল স্থগিতের অনুরোধ করেন। তার অনুরোধের প্রতি সম্মান জানিয়ে বিষয়টি সিসিডিএমকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।
তিনি বলেন, 'আপনারা জানেন, সাকিব আল হাসানকে খেলানোর জন্য আমরা দলবদল করেছিলাম। কিন্তু আজ সাকিবের সঙ্গে আমাদের কথা হয়েছে। তিনি অনুরোধ করেছেন, তার দলবদলটা স্থগিত রাখতে। সাকিবের প্রতি সম্পূর্ণ সম্মান বজায় রেখে, তার আবেদনটা আমাদের ক্লাব থেকে আনুষ্ঠানিকভাবে সিসিডিএমকে জানিয়ে দিয়েছি।'
শনিবার অনলাইনে দলবদল সম্পন্ন করেছিলেন সাকিব, কারণ তিনি দেশের বাইরে অবস্থান করছেন। গত মৌসুমে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে ডিপিএলে খেলেছিলেন তিনি, যেখানে ৬ ম্যাচে ২৬২ রান ও ৯ উইকেট নিয়েছিলেন।
বর্তমানে তার দেশে ফেরার অনিশ্চয়তা প্রবল। গত আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই দেশের বাইরে অবস্থান করছেন সাকিব। নিরাপত্তাজনিত কারণে জাতীয় দলের হয়ে খেলতেও দেশে ফিরতে পারেননি। এমনকি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে যোগ দিতে যুক্তরাষ্ট্র থেকে রওনা হলেও দুবাই থেকে ফিরে যেতে হয় তাকে।
রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে তার নাম জড়িয়ে যাওয়ায় দেশে ফিরতে আরও জটিলতা তৈরি হয়েছে। একাধিক মামলার মধ্যে রয়েছে চেক প্রতারণার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা।
এসব বিবেচনায় রেখেই সাকিবকে দলে নিয়েছিল রূপগঞ্জ। দলটির কর্ণধার শনিবার শতভাগ আত্মবিশ্বাসী ছিলেন যে সাকিবকে পাওয়া যাবে। কিন্তু একদিনের ব্যবধানে সে সম্ভাবনায় জল ঢেলে দিয়েছেন স্বয়ং সাকিবই।
তবে তারিকুল অবশ্য লিগের মাঝপথে কোনো সম্ভাবনা তৈরি হলে সাকিবকে পাওয়ার ব্যাপারে আশাবাদী, 'সাকিব আমাদেরকে বলেছেন, যখনই দেশে আসতে পারেন... আপনারা জানেন, তিনি বর্তমানে দেশে আসতে পারছেন না। দেশে যখন আসতে পারবেন, আমরা চেষ্টা করব, গতবার তিনি যে দলে ছিলেন, সেই দলের সঙ্গে সমঝোতার মাধ্যমে তিনি যদি আমাদের দলে তখন খেলতে চান, তাকে আমরা লেজেন্ডস অব রূপগঞ্জে দলভুক্ত করব।'
প্রিমিয়ার লিগের দুই দিন ব্যাপী দলবদলের অনুষ্ঠানে দেড়শর বেশি ক্রিকেটার নতুন ঠিকানায় নাম লিখিয়েছেন। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ৩ মার্চ শুরু হবে এবারের লিগ।
এদিকে, দুই দিনব্যাপী দলবদলে দেড়শর বেশি ক্রিকেটার নতুন ঠিকানায় নাম লিখিয়েছেন। সব ঠিক থাকলে ৩ মার্চ মাঠে গড়াবে ঢাকা প্রিমিয়ার লিগ।