ইংলিশ প্রিমিয়ার লিগে হেরেই যাচ্ছে ম্যানচেস্টার সিটি। এবার তাদের ২-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলে আর্সেনালের চেয়ে ১১ পয়েন্টে এগিয়ে গেল লিভারপুল। কোনো গোল করতে না পারলেও লিভারপুলের কঠিন পরীক্ষা নিয়েছে পেপ গার্দিওলার দল।
রবিবার রাতে ইতিহাদ স্টেডিয়ামে মোহাম্মদ সালাহর গোলে এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন দোমিনিক সোবোসলাই। ৬৬ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ১৬ শট নিয়ে পাঁচটি লক্ষ্যে রাখে সিটি। অন্যদিকে ৮ শটের চারটি লক্ষ্যে রাখতে পারে লিভারপুল। ২৭ ম্যাচে ১৯ জয় ও সাত ড্রয়ে তাদের পয়েন্ট এখন ৬৪। এক ম্যাচ কম খেলে ৫৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্সেনাল।
ম্যাচের ১৪তম মিনিটেই মোহাম্মদ সালাহর গোলে এগিয়ে যায় লিভারপুল। অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের কর্নার থেকে বল পান সোবেলসলাই। তার ফ্লিক থেকে বল জালে পাঠান সালাহ। চলতি আসের এটি সালাহর ২৫তম গোল। সাত মিনিট পর সালাহর কাছ থেকে বল পেয়ে ঠাণ্ডা মাথায় স্কোরলাইন ২-০ করেন সোবেলসলাই। বাকি ম্যাচে আর কোনো গোল হয়নি।