বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

'এভাবে চলতে থাকলে বাংলাদেশ জিম্বাবুয়ে হয়ে যাবে'

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪৬ পিএম

চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম দুই ম্যাচ হেরে বিদায় নিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের হারের ফলে একই সঙ্গে সেমির সম্ভাবনা শেষ হয়েছে আয়োজক পাকিস্তানেরও। 'এ' গ্রুপ থেকে পরের পর্ব তথা সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে ভারত ও নিউজিল্যান্ড।

বাংলাদেশের বিদায় নিশ্চিত হতেই সামাজিক যোগযোগমাধ্যমে পোস্ট করেছেন কিছুদিন আগেই বিসিবির পারফরম্যান্স অ্যানালিস্ট হিসেবে কাজ করে যাওয়া মহসিন শেখ। সবশেষ বিপিএলেও ছিলেন তিনি খুলনা টাইগার্সের সঙ্গে।

দীর্ঘদিন বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে কাজ করা মহসিন দলের মূল সমস্যা চিহ্নিত করতে পেরেছেন বলে দাবি করেছেন। মহসিন লেখেন 'বাংলাদেশ ও পাকিস্তানের ২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতির সাধারণ সমস্যা একদম একই! শুরু থেকেই দুর্বল দল নির্বাচন, চরম অব্যবস্থাপনা, মেধার অবমূল্যায়ন, জবাবদিহির অভাব। যাঁরা সিদ্ধান্ত নিচ্ছেন, তাঁদের যোগ্যতা নিয়ে প্রশ্ন আছে, কিন্তু তারা কারও কাছে দায়বদ্ধ নন। দেশীয় ক্রিকেট কাঠামো ধসে পড়ছে, অথচ সমাধানের কোনো উদ্যোগ নেই। বরং ভুল সব সিদ্ধান্তই পায় অগ্রাধিকার!’

মাঠের পারফরম্যান্সই সবকিছু বলে দিচ্ছে উল্লেখ করেন তিনি। আরও বলেন, 'এভাবে চলতে থাকলে বাংলাদেশ ও পাকিস্তান দুই দলই জিম্বাবুয়ের পথে হাঁটবে!'

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত