দাউদকান্দিতে যৌথবাহিনীর অভিযানে খুন ও ডাকাতিসহ ২১ মামলার আসামি আল-মামুনকেকে (৪২) মদ ও ইয়াবাসহ গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ভোর রাতে উপজেলার গৌরীপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
দাউদকান্দি মডেল থানার ওসি মো. জুনায়েত চৌধুরী বলেন, মঙ্গলবার ভোর রাতে ১৮০টি ইয়াবা, ৩০ লিটার মদসহ মামুনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে খুন, ডাকাতি ও চাঁদাবাজিসহ ২১টি মামলা রয়েছে। গ্রেপ্তার মামুন তিতাস উপজেলার শোলাকান্দি গ্রামের মুকবুল মেম্বার ছেলে।