চট্টগ্রামের লোহাগাড়ার পদুয়া ইউনিয়নের আলী সিকদার পাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজার লাঠির আঘাতে মাহমুদুল হক (৬৬) নামে এক কৃষক মারা গেছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) এ ঘটনা ঘটে। মাহমুদুল হক আলী সিকদার পাড়ার মৃত চাঁদ মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, মাহমুদুল হকের সঙ্গে তার বড় ভাই মৃত মোহাম্মদ আলী পরিবারের সদস্যদের বাড়ির পাশে একটি জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। ওইদিন মৃত মোহাম্মদ আলীর দুই ছেলে মুজিবুর রহমান ও মোস্তফিজুর রহমান বিরোধপূর্ণ জায়গায় ঘর নির্মাণ করছিলেন।
মাহমুদুল হক ঘটনাস্থলে গেলে উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ভাতিজা মুজিবুর ও মোস্তফিজুর তার চাচা মাহমুদুল হককে লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন। স্থানীয় লোকজন আহত মাহমুদুল হককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পদুয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান লেয়াকত আলী বলেন, উভয় পরিবারের মধ্যে জায়গা-জমি নিয়ে বিরোধের কারণে এ ঘটনা ঘটে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ তদন্ত করছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন। আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।