মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

কেরানীগঞ্জে ধারালো অস্ত্রের আঘাতে গৃহবধূ খুন

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:১৬ পিএম

ঢাকার কেরানীগঞ্জে ধারালো অস্ত্রের আঘাতে সীমা আক্তার (৪০) নামে এক নারী খুন হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে আগানগর ছোট মসজিদের পেছনে দাউদ ভবনের গলিতে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মৃত ঘোষণা করেন। 

স্বজনরা জানান, সীমার বাড়ি মাদারিপুরের সদর উপজেলার বড়কান্দি গ্রামে। বাবার নাম জলিল বেপারী। দুই ছেলে ও এক মেয়ের জননী সীমা। ঘটনার সময় মেয়ে সাকিবা (৫) তার সাথেই ছিল।

তাকে হাসপাতালে নিয়ে আসা স্বামী আকতার হোসেন বলেন, আগানগর মসজিদের সামনে তিনি ফুটপাতে ফল বিক্রি করেন। সন্ধ্যায় মাগরিবের নামাজের আগ মুহূর্তে কয়েকজন লোক তার স্ত্রীকে রক্তাক্ত অবস্থায় ধরাধরি করে তার দোকানের কাছে নিয়ে আসে। সঙ্গে সঙ্গে তিনি সীমাকে উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় সেখানকার চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেলে পাঠিয়ে দেন। ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

তিনি অভিযোগ করে বলেন, ঘটনাস্থলের আশপাশে লোকজনদের কাছ থেকে শুনেছি, কয়েকজন ছিনতাইকারী তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তার কানের দুল এবং গলার চেইন ছিনিয়ে নিয়ে গেছে।

তবে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে ইমাম হোসেন নামে এক ব্যক্তিকে স্থানীয় লোকজন হাতেনাতে আটক করে গণধোলাই দিয়েছে। তাকে বর্তমানে পুলিশে হেফাজতে রাখা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে পরকীয়া কেন্দ্র করে এ ঘটনা ঘটে থাকতে পারে। বিস্তারিত জানার জন্য পুলিশ কাজ করছে। 

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত