শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

বার্সা-আতলেতিকো ম্যাচে ৮ গোলের রোমাঞ্চ

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০১:০০ পিএম

মাঠজুড়ে চলছে আক্রমণ-পাল্টা আক্রমণ, একের পর এক গোল হচ্ছে, নেচে উঠছে গ্যালারি। এমনই রোমাঞ্চকর দৃশ্য দেখা গেছে কোপা দেল রের সেমি-ফাইনালের প্রথম লেগে। বার্সেলোনা আর আতলেতিকো মাদ্রিদের ম্যাচটি শেষ পর্যন্ত ৪-৪ গোলে ড্র হয়েছে।

মঙ্গলবার রাতে অলিম্পিক স্টেডিয়ামে ৬ মিনিটের মধ্যে ২-০ গোলে পিছিয়ে পড়েছিল বার্সেলোনা। আতলেতিকোর প্রথম দুটি গোল করেন হুলিয়ান আলভারেজ ও অঁতোয়ান গ্রিজমান। প্রথম গোলটি এসেছে ম্যাচের ৪৬ সেকেন্ডে! গ্রিজমানের বাড়ানো ক্রস বক্সে পেয়ে ক্লেমোঁ লংলের হেড থেকে ভলি করে দূরের পোস্টে বল পাঠিয়ে দেন আর্জেন্টাইন ফরোয়ার্ড আলভারেজ।

সেই রেশ কাটতে না কাটতেই ৬ষ্ঠ মিনিটে আরেকটি গোল খেয়ে বসে বার্সেলোনা। ডিফেন্ডার জুল কুন্দের ভুল পাসে আক্রমণে ওঠে আতলতিকো। আলভারেসের পাস ধরে বক্সে ঢুকে গোলরক্ষককে পরাস্ত করেন গ্রিজমান। জোড়া গোল খেয়ে আক্রমণে ওঠে বার্সা। ১৯তম মিনিটে ব্যবধান কমান পেদ্রি। এর তিন মিনিট পর রাফিনিয়ার কর্নার থেকে দারুণ হেডে ম্যাচে সমতা ফেরান ১৮ বছর বয়সী স্প্যানিশ ডিফেন্ডার কুবার্সি।

৪১তম মিনিটে আতলেতিকোর দুর্বল রক্ষণের সুযোগ কাজে লাগিয়ে বার্সেলোনাকে এগিয়ে নেন মার্তিনেস। রাফিনহার কর্নার থেকে প্রায় বিনা বাধায় বক্সে ঢুকে দারুণ হেডে গোলটি করেন ৩৩ বছর বয়সী স্প্যানিশ ডিফেন্ডার। বিরতির পর ৭২তম মিনিটে বার্সেলোনার জালে বল পাঠালেও অফসাইডের কারণে গোল পায়নি আতলেতিকো। ৭৪তম মিনিটে স্কোরলাইন ৪-২ করেন বদলি নামা লেভানদস্কি।

কিন্তু নাটকীয়তার তখনো অনেক বাকি। ৮৪তম মিনিটে ব্যবধান কমিয়ে লড়াই জমিয়ে তোলেন আতলেতিকো ডিফেন্ডার ইয়োরেন্তে। তখনও মনে হচ্ছিল ৪-৩ ব্যবধানে জিতে যাচ্ছে বার্সেলোনা। কিন্তু যোগ করা সময়ের তৃতীয় মিনিটে মুয়েল লিনোর পাসে ছয় গজ বক্সের মুখ থেকে দারুণ গোলে ম্যাচে ফের সমতা ফেরান সরলথ। শেষ পর্যন্ত ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় বার্সাকে। ফিরতি লেগের ম্যাচটি হবে আগামী ২ এপ্রিল।

তবে আতলেতিকোর সঙ্গে ড্র করে খুশি হতে পারেননি বার্সা কোচ হান্সি ফ্লিক। তিনি ম্যাচ শেষে স্প্যানিশ টেলিভিশন চ্যানেল টিভিইকে বলেন, ‘এই ফলাফলে আমি হতাশ। শুরুতে ২ গোল খেয়েও আমরা দুর্দান্তভাবে ফিরে এসেছিলাম। একটা সময় তো ৪-২ গোলে এগিয়ে যাই। অনেকগুলো সুযোগ তৈরি করেও কাজে লাগাতে পারিনি। শেষ কয়েক মিনিটে আমরা ওদের ম্যাচে ফেরার সুযোগ করে দিয়েছি।’

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত