মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ৩ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

এনদ্রিক দুর্দান্ত, নান্দনিক, চোখধাঁধানো: রিয়াল কোচ

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০১:১৭ পিএম

ব্রাজিলের উঠতি তারকা এনদ্রিকের একমাত্র গোলে গতকাল বুধবার রাতে কোপা দেল রের সেমি-ফাইনালের প্রথম লেগে রিয়াল সোসিয়েদাদের মাঠে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। ১৮ বছর বয়সী ফরোয়ার্ড এই নিয়ে কোপা দেল রের টানা তৃতীয় ম্যাচে গোল করলেন। ম্যাচ শেষে তার প্রশংসায় পঞ্চমুখ হলেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি।

এমনিতেই বয়স কম, তার ওপর তারকায় ঠাসা রিয়ালের আক্রমণভাগের কারণে লা লিগায় ও চ্যাম্পিয়ন্স লিগে খুব একটা সুযোগ হয় না এনদ্রিকের। সে কারণে তাকে কোপা দেল রের দিকেই তাকিয়ে থাকতে হয়। এই আসরে ইতোমধ্যেই চার গোল করে ফেলেছেন এনদ্রিক। গতরাতে ম্যাচের ১৯তম মিনিটে জুড বেলিংহ্যামের দুর্দান্ত দূরপাল্লার পাস উরু দিয়ে থামিয়ে দারুণ ফিনিশিংয়ে বল জালে পাঠান।

সংবাদ সম্মেলনে রিয়াল কোচ আনচেলত্তি বলেন, ‘সে দুর্দান্ত ও নান্দনিক। যখনই সুযোগ পেয়েছে, নিজের অসাধারণ দিকগুলো সে মেলে ধরেছে। তার নিশানা দারুণ, খুবই গতিময় সে। বল পায়ে অবশ্য এখনও অনেক উন্নতি করার জায়গা আছে। তবে তার ড্রিবলিং, দৌড়, পায়ে যে শট আছে, ওহ, দুর্দান্ত! দ্বিতীয় গোলটিও সে পেতে পারত, চমৎকার শটটি পোস্টে লেগেছে। চোখধাঁধানো। এখনও বয়স অনেক কম, তবে খুব দ্রুত শিখছে।’

গত রাতের ম্যাচটির ৫০তম মিনিটে বক্সের ভেতর থেকে এন্দ্রিকের বুলেট গতির শট ক্রসবারে লেগে বাইরে চলে যায়। এছাড়া বেলিংহ্যাম, ভিনিসিউসরাও সুযোগ নষ্ট করেছেন। তবু দলের এই পারফর্মেন্সে খুশি আনচেলত্তি, ‘আমরা এই মুহূর্তে ভালো অবস্থায় আছি। আজকে অনেককেই ঘুরিয়েফিরিয়ে খেলিয়েছি, তার পরও দল সুগঠিত ও আঁটসাঁট ছিল। রক্ষণের দিক থেকে ভালো একটি ম্যাচ খেলেছি। অনেক পরিবর্তনের পরও আমরা ভালো খেলেছি। আমাদের সন্তুষ্ট থাকা উচিত।’

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত