বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

জবি ছাত্রী হলে ধীরগতির নেটওয়ার্কে ভোগান্তি 

আপডেট : ০৫ মার্চ ২০২৫, ০৭:২৫ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্রীদের জন্য রয়েছে একটি মাত্র হল। আর সেই হলে নেই প্রয়োজনীয় সুযোগ সুবিধা। তারমধ্যে একটি হলো উচ্চমানের ইন্টারনেট সুবিধা। ধীরগতির নেটওয়ার্কের ফলে ভোগান্তিতে রয়েছে হলের ছাত্রীরা। 

তাছাড়া রবিবার (১০ মার্চ) হতে রমজান মাস উপলক্ষে অনলাইন ক্লাসের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।  এমন ধীরগতির নেটওয়ার্কে অনলাইনে ক্লাস করা অসম্ভব। 

১৬ তলা বিশিষ্ট হলের কোনো ফ্লোরে ওয়াই-ফাই (ইন্টারনেট) সেবা থাকলেও দুর্বল ফ্রিকোয়েন্সির কারণে ভোগান্তিতে পড়ছেন তারা। ফলে ই-লাইব্রেরিসহ বিভিন্ন অনলাইন শিক্ষাকার্যক্রম থেকে পিছিয়ে রয়েছেন শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয় আইটি সূত্র জানায়,  নতুন যন্ত্রপাতি কিনে নেটওয়ার্ক ব্যবস্থা চালু করা হবে।

শিক্ষার্থীদের অভিযোগ, দুর্বল নেটওয়ার্ক সিস্টেমের কারণে অনেক  অসুবিধা হয়। যে কয়েকটি পয়েন্টে ওয়াই-ফাই সুবিধা পাওয়া যায় সেখানেও সময়ের সীমাবদ্ধতা রয়েছে বলে অভিযোগ তাদের। শিক্ষকদের দেওয়া অ্যাসাইনমেন্ট ও অনলাইনে বিভিন্ন বই কিংবা উপকরণ খোঁজার জন্য শিক্ষার্থীরা নিজেদের খরচে ইন্টারনেট ব্যবহার করছেন। ফলে শিক্ষার্থীদের পড়তে হচ্ছে বাড়তি অর্থের চাপে। 

হলে থাকা ১৮ ব্যাচের  শিক্ষা ও গবেষণা বিভাগের শিক্ষার্থী অংঙখ্রা বলেন, ‘হলে ওয়াই-ফাই নেই ফলে আমাদের শিক্ষা কার্যক্রম ব্যহত হচ্ছে। ডাটা কিনে ইন্টারনেট চালানো অনেক ব্যয়বহুল।’   
 

আরেক শিক্ষার্থী ইংরেজি বিভাগের ১৭ ব্যাচের ঐশী বলেন, ‘নেটওয়ার্ক নিয়ে অনেক সমস্যা। পড়াশুনায় অনেক সমস্যা হচ্ছে,অনেক টপিক অনলাইনে খোঁজা লাগে এসব নেটওয়ার্ক ছাড়া সম্ভব হয় না। আমাদের অতি দ্রুত নেটওয়ার্ক ব্যবস্থা উন্নত করা উচিত।’

বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম চৌধুরী বলেন, ‘আমি নতুন নেটওয়ার্ক কোম্পানির সাথে  কথা বলেছি, তারা এখনও আমাকে আপডেট দেয়নি। ছাত্রীদের বলবো একটু ধৈর্য্য ধরতে।’

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত