ইউক্রেনজুড়ে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। পৃথক অঞ্চলে চালানো এ হামলায় কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন পাওয়া গেছে। এছাড়া আহত হয়েছেন আরও অনেকে। আহতদের মধ্যে শিশুও রয়েছে। ইউক্রেনীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
স্থানীয় কর্মকর্তারা শনিবার বলেছেন, দোনেতস্কে রাশিয়ান বাহিনীর হামলায় নিহত হয়েছে অন্তত ১১ জন। এ ছাড়া এই হামলায় আহত হয়েছে অন্তত ৪০ জন। আহতদের মধ্যে ছয়জন শিশু রয়েছে। এ ছাড়া খারকিভ, ওদেসাসহ বিভিন্ন অঞ্চলে রুশ বাহিনীর হামলায় অনেক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন, রাশিয়া ছোড়া ক্ষেপণাস্ত্র আটটি আবাসিক ভবন এবং একটি শপিং সেন্টারে আঘাত হানে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি হোয়াইট হাউসের ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে নজিরবিহীন বাগ্বিতণ্ডায় জড়ান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
এ ঘটনার পর জেলেনস্কিকে হোয়াইট হাউস থেকে এক প্রকার বের করে দেওয়া হয়। সেইসঙ্গে ভেস্তে যায় বিরল খনিজ চুক্তি। এরপর ইউক্রেনে সামরিক সহায়তা বন্ধ করে দেয় যুক্তরাষ্ট্র। পাশাপাশি ইউক্রেনকে গোয়েন্দা তথ্য দিয়ে যে সাহায্য করা হতো সেটিও বন্ধ করে দেয় ট্রাম্প প্রশাসন।
এসব ঘটনার পর থেকে ইউক্রেনে হামলার পরিমাণ বাড়িয়েছে রাশিয়ান বাহিনী।