বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

বার্সেলোনার চিকিৎসকের মৃত্যুতে লা লিগার ম্যাচ স্থগিত

আপডেট : ০৯ মার্চ ২০২৫, ১০:৩১ এএম

স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার চিকিৎসক কার্লেস মিনারো গার্সিয়া পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। এই খবর আসতেই খেলা শুরুর ২০ মিনিট আগে স্থগিত ঘোষণা করা হলো বার্সেলোনা বনাম ওসাসুনার মধ্যকার লা লিগার ম্যাচটি। ২০১৭ সাল থেকে বার্সেলোনার সঙ্গে যুক্ত থাকা গার্সিয়া গত গ্রীষ্মে মূল দলের দায়িত্ব নিয়েছিলেন।

এক বিবৃতিতে চিকিৎসক বার্সেলোনা জানিয়েছে, ‘আজ (শনিবার) সন্ধ্যায় প্রথম দলের চিকিৎসক কার্লেস মিনারো গার্সিয়ার মৃত্যুতে বার্সেলোনা গভীরভাবে শোকাহত। এ কারণে বার্সেলোনা-ওসাসুনার ম্যাচটি স্থগিত করা হয়েছে। এই কঠিন সময়ে তার পরিবার ও বন্ধুদের প্রতি বার্সেলোনার পরিচালনা পর্ষদ ও ক্লাবের স্টাফরা আন্তরিক সমবেদনা জানাচ্ছে।’

অলিম্পিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় শনিবার রাত ২টায় শুরু হওয়ার কথা ছিল ম্যাচটি। লা লিগার টুর্নামেন্ট কমিটি পরবর্তীতে ম্যাচটির জন্য নতুন তারিখ নির্ধারণ করবে। মৃত্যুকালে গার্সিয়ার বয়স হয়েছিল ৫৩ বছর। বার্সেলোনা সভাপতি হোয়ান লাপোর্তা এক ভিডিও বার্তায় বলেন, ‘আমরা এক দুঃস্বপ্নের মধ্যে আছি। কার্লেস সবার প্রিয় ছিলেন। বুঝতেই পারছেন, আমরা সবাই শোকাহত।’

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত