মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

আন্তর্জাতিক নারী দিবসে প্রাভা হেলথ নেতৃত্বদানকারী নারীদের উদযাপন

আপডেট : ০৯ মার্চ ২০২৫, ০৩:১৫ পিএম

রোগী কেন্দ্রিক স্বাস্থ্যসেবার অগ্রদূত হিসেবে প্রাভা হেলথ গর্বের সঙ্গে আন্তর্জাতিক নারী দিবসে এ প্রতিষ্ঠানের নারী নেতৃবৃন্দের অবদানকে স্বীকৃতি ও সম্মান জানায়। যারা বাংলাদেশের স্বাস্থ্যসেবা খাতে উদ্ভাবন, উৎকর্ষতা ও স্বাস্থ্যসেবার সহজ প্রাপ্যতা নিশ্চিত করতে ভূমিকা রাখছেন।

প্রাভা হেলথে, নারীরা নেতৃত্বের প্রথম সারিতে থেকে কৌশলগত সিদ্ধান্ত গ্রহণ, স্বাস্থ্যসেবা খাতে নতুনত্ব এবং সবার জন্য মানসম্পন্ন সেবা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। চিকিৎসক ও গবেষকদের থেকে শুরু করে নির্বাহী এবং পরিচালনাগত নেতৃস্থানীয় নারী সহকর্মীরা প্রাভার লক্ষ্যকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, যা বিশ্বমানের স্বাস্থ্যসেবা সহজলভ্য, সাশ্রয়ী এবং রোগী কেন্দ্রিক করার লক্ষ্যকে সামনে রেখে পরিচালিত হচ্ছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত