ধর্ষকদের সর্বোচ্চ শস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত ও নারীদের যথাযথ নিরাপত্তার দাবিতে বিক্ষোভ মিছিল ও রাজধানীর তাঁতিবাজার অবরোধ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রবিবার (৯ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে মিছিল নিয়ে তাঁতিবাজার অবরোধ করে তারা।
এ শিক্ষার্থীরা স্লোগান দিতে থাকে— ‘একটা একটা ধর্ষক ধর, ধইরা ধইরা জবাই কর’, ‘তুমি কে আমি কে, আছিয়া, আছিয়া’, ‘এই বাংলায় হবে না, ধর্ষকদের ঠিকানা’, ‘জবাব চায় জবাব চায়, ইন্টেরিম জবাব চায়, ‘জবাব দে জবাব দে, ইন্টেরিম জবাব দে’, ‘ধর্ষকের শাস্তি, মৃত্যু মৃত্যু’, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, ধর্ষকের ফাঁসি চায়, ‘আমার বোন ধর্ষিত কেন? আসিফ তুই জবাব দে’।
বিভোক্ষ মিছিলে অংশগ্রহণ করা বিশ্ববিদ্যালয়ের ১৪ ব্যাচের সংগীত বিভাগের স্বর্ণা রায় বলেন, আমরা ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চায়। আমরা রাস্তায় নিরাপদে বের হতে পারি না। আমার নিরাপদ বাংলাদেশ চাই। ধর্ষকদের ১০ দিনের মধ্যে শাস্তির আওতায় আনতে হবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব সিফাত বলেন, বিগত সময়ে আমরা দেখেছি আমাদের বোনদের ধর্ষণের ঘটনায় তদন্ত চলমান বলে বিচার প্রক্রিয়া দীর্ঘ করা হয়েছে বারবার। ২৪’র গণঅভ্যুত্থানের পরও এই ধারা অব্যাহত থাকে তাহলে এটা হবে জাতির জন্য লজ্জাজনক।
শিক্ষার্থীরা বলেন, ধর্ষণ শুধু একটি অপরাধ নয়, এটি মানবতার বিরুদ্ধে এক ভয়ংকর পাপ! আমাদের সমাজে এই বিভীষিকা ক্রমশ বাড়ছে, যা নৈতিক অবক্ষয়ের চরম বহিঃপ্রকাশ। আমরা আর চুপ করে থাকতে পারি না! ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে, আইনের কঠোর প্রয়োগ চাই, বিচার চাই, সচেতনতা চাই। আসুন, সবাই মিলে একসঙ্গে দাঁড়াই—একটি নিরাপদ বাংলাদেশ গড়ি, যেখানে কোনো শিশু, নারী বা পুরুষ ধর্ষণের শিকার হবে না। ন্যায়বিচার নিশ্চিতের জন্যই আমাদের এই আন্দোলন!