বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

গুজরাটের ঐতিহ্য ডান্ডিয়া নৃত্যে দুবাই মাতালেন রোহিত-কোহলি

আপডেট : ০৯ মার্চ ২০২৫, ১১:৪০ পিএম

গুজরাটের ঐতিহ্যবাহী লোকনৃত্য ডান্ডিয়া। নবরাত্রির উৎসবে এই নাচে মাতেন পুরুষ ও নারী, হাতে থাকে রঙিন কাঠির মতো দুটি লাঠি। সেই লাঠি একে অপরের সঙ্গে ঠুকে তাল মিলিয়ে চলে ছন্দময় নাচ। লোকগাঁথায় বলা হয়, এটি দেবী দুর্গার শক্তির প্রতীক—দুষ্টের দমন আর শুদ্ধতার জয়ের উৎসব।

দুবাইয়ের ক্রিকেট মাঠে যেন সেই জয়ের উৎসবই ফিরে এল নতুন রূপে! নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর আনন্দে মাঠে নেমেই ডান্ডিয়া নাচতে শুরু করলেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। তবে তাদের হাতে ছিল কাঠির বদলে স্টাম্প! শিরোপা জয়ের আনন্দে মেতে উঠে মাঠের মাঝখানেই ভারতীয় সংস্কৃতির ছোঁয়া এনে দিলেন এই দুই কিংবদন্তি।

নিউজিল্যান্ডের দেওয়া ২৫২ রানের লক্ষ্য ৬ বল হাতে রেখেই টপকে যায় ভারত। শেষ মুহূর্তে সাজঘরে আর বসে থাকতে পারছিলেন না রোহিত ও কোহলি। রবীন্দ্র জাদেজার ব্যাট থেকে জয়সূচক শট বের হতেই উল্লাসে ফেটে পড়েন তারা। কোচ গৌতম গম্ভীর ও অভিষেক নায়ারকে জড়িয়ে ধরেন কোহলি। মাঠে তখন জাডেজা ও লোকেশ রাহুলের বাঁধভাঙা আনন্দ। প্রথমেই মাঠে ছুটে যান বরুণ চক্রবর্তী, হারশিত রানা ও আর্শদীপ সিং, তাদের সঙ্গে যোগ দেন রাহুল ও জাদেজা।

এরপরই মাঠে নামেন রোহিত-কোহলি। নিউজিল্যান্ডের ক্রিকেটারদের সঙ্গে সৌজন্য বিনিময়ের পর হাতে স্টাম্প তুলে নিয়ে শুরু করেন ডান্ডিয়া নাচ! নয় মাস আগে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর মুম্বাইয়ের ওয়াংখেড়েতে একইভাবে নেচেছিলেন তারা। এবারও সেই রীতি বজায় রাখলেন। তাদের সঙ্গে নাচে যোগ দিলেন হর্ষিত, জাডেজা ও অর্শদীপ। পুরো দল, কোচিং স্টাফ সবাই মিলে মাঠে পরিণত করলেন এক নাচের আসরে!

দলের ভবিষ্যৎ নিয়ে নিশ্চিন্ত কোহলি

শিরোপা জয়ের পর তরুণদের প্রশংসায় ভাসালেন কোহলি। তাঁর মতে, দলের ভবিষ্যৎ সুরক্ষিত হাতেই রয়েছে। কোহলি বলেন, 'সাজঘরে প্রতিভার অভাব নেই। তরুণরা এগিয়ে যাচ্ছে, আমরা শুধু ওদের পথ দেখিয়ে দিচ্ছি, অভিজ্ঞতা ভাগ করে নিচ্ছি। ওদের জন্যই এই দল এত শক্তিশালী দেখাচ্ছে।'

কেরিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়ে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ নিয়েও আত্মবিশ্বাসী কোহলি। তার ভাষায়, 'যখন আপনি ছাড়ার সিদ্ধান্ত নেন, তখন চাইবেন দলকে ভালো জায়গায় রেখে যেতে। আমাদের দলে যে প্রতিভা আছে, তাতে আগামী ৮-১০ বছর ভারত ক্রিকেট শাসন করতে পারে।'

নিউজিল্যান্ডকে হারিয়ে পূর্ণতা

কঠিন প্রতিপক্ষ নিউজিল্যান্ডই ছিল ভারতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কোহলি স্বীকার করেছেন, ফাইনালের লড়াই সহজ ছিল না। তবে দলীয় প্রচেষ্টায় সব বাধা জয় করে ট্রফি জিততে পেরেছে ভারত। বোলার ও ব্যাটার— সবাইকেই সমান কৃতিত্ব দিয়েছেন তিনি।

দুবাইয়ের রাতে নীল জার্সির উদযাপন যেন আরও একবার প্রমাণ করে দিল— ভারতীয় ক্রিকেট এখন নতুন উচ্চতায় পা রাখার জন্যই তৈরি! ডান্ডিয়া নাচের মতোই ছন্দময়ভাবে এগিয়ে চলেছে টিম ইন্ডিয়া, প্রতিপক্ষকে হারিয়ে জয়ের নতুন উৎসবে মেতে উঠছে একের পর এক মঞ্চে!

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত