সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

২৫ রান কম হওয়ার আক্ষেপ নিউজিল্যান্ড অধিনায়কের

আপডেট : ১০ মার্চ ২০২৫, ১২:০০ এএম

দুবাইয়ে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে টস জিতে আগে ব্যাট করে নিউজিল্যান্ড তোলে ৭ উইকেটে ২৫১ রান। জবাবে ভারত ম্যাচ জিতেছে এক ওভার বাকি থাকতে ৪ উইকেটে। ম্যাচ হারের পর নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনারের কণ্ঠে রান কম হওয়ার আক্ষেপ।

স্যান্টনার বলেন, 'ভালো টুর্নামেন্ট ছিল। আমরা বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলাম। ভালো দলের কাছে হেরেছি। তাদের স্পিনাররা যেভাবে বল করেছে, চারজনই বিশ্বমানের। আমরা ২৫ রান কম করেছিলাম। তবে আমাদের যে রান ছিল, লড়াই করার চেষ্টা করেছি।'

৭৬ রানের ইনিংস খেলে ফাইনালে সেরা খেলোয়াড় হয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। স্যান্টনারও মানছেন রোহিতের ইনিংসই নিউজিল্যান্ডকে পেছনে ফেলে দিয়েছে।

স্যান্টনার বলেন, 'রোহিত ও গিল শরুটা ভালো করেছিল। রোহিতের ইনিংস অসাধারণ ছিল এবং এটা আমাদের পেছনে ফেলে দেয়। আমরা জানতাম খেলা দ্রুত পরিবর্তন হতে পারে, উইকেট পেলে খেলায় ফিরতে পারি।'

২৬৩ রান ও ৩ উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরা হয়েছেন নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র। নিজ দলের এই অলরাউন্ডারকে নিয়ে স্যান্টনার বলেন, 'আমরা দেখেছি কিভাবে সে (রাচিন) বড় ইভেন্টগুরোতে খেলেছে। এত অল্প বয়সে তার খেলা সে ভালো বোঝে। আমি ছেলেদের ধন্যবাদ দিয়ে শেষ করতে পারবো না, আমরা বিভিন্ন উইকেটে মানিয়ে নিয়েছি।'

 

 

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত