সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

শৈলকূপায় সংঘর্ষে আহত ৩০

আপডেট : ১০ মার্চ ২০২৫, ০৬:১২ এএম

ঝিনাইদহের শৈলকূপায় জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। উপজেলার মির্জাপুর ইউনিয়নের বালাপাড়া গ্রামে গত শনিবার রাত ১ টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ঝিনাইদহ সদর হাসপাতাল ও কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বালাপাড়া গ্রামে কুমার নদের খাস জমি দীর্ঘদিন ধরে সরকারের কাছ থেকে বন্দোবস্ত নিয়ে চাষ করে আসছেন ওই গ্রামের সেলিম হোসেন। গত ৬ই আগস্ট একই গ্রামের আমিরুল ওই জমির একাংশ নিজের দাবি করে দখল করে নেন। গত শুক্রবার আমিরুলের সমর্থকরা সেলিমের সমর্থক চাঁদ ও মোজামকে মারধর করে। এরপর শনিবার রাত ১ টার দিকে সেলিমের সমর্থকরা বাড়ি ফেরার পথে আমিরুলের সমর্থকরা তাদের ওপর হামলা চালায়। এর জেরে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত