সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

ডা. এনামুরের নামে মামলা, স্ত্রীর সম্পদের হিসাব দাখিলে নোটিস

আপডেট : ১০ মার্চ ২০২৫, ০৬:৪৭ এএম

অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সাড়ে ৬ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং পাঁচটি ব্যাংক হিসাবে ১২ কোটি ৬৯ লাখ টাকার বেশি লেনদেনের অভিযোগে সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রবিবার সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে বলা হয়, ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের নামে ৮ কোটি ৫৩ লাখ ৭ হাজার ৩৪৭ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়। এর মধ্যে ২ কোটি ২ লাখ ১৪ হাজার ৫৬২ টাকার গ্রহণযোগ্য পাওয়া যায়। অবশিষ্ট ৬ কোটি ৫০ লাখ ৯২ হাজার ৭৮৫ টাকার বৈধ কোনো উৎস পাওয়া যায়নি। এ পরিমাণ সম্পদ তিনি অবৈধ উপায়ে অর্জন করে ভোগদখলে রাখেন। এ ছাড়া তার পাঁচটি ব্যাংক হিসাবে ৬ কোটি ৪৩ লাখ ৪৯ হাজার ১৮ টাকা জমা এবং ৬ কোটি ২৬ লাখ ৮ হাজার ৪৮৭ টাকা উত্তোলনসহ ১২ কোটি ৬৯ লাখ ৫৭ হাজার ৫০৫ টাকার সন্দেহজনক লেনদেনের মাধ্যমে মানি লন্ডারিংয়ের সম্পৃক্ত অপরাধ ও আয়ের উৎস আড়াল করার অভিযোগে মামলাটি করা হয়।

মামলার এজাহারে বলা হয়, ডা. মো. এনামুর রহমানের স্ত্রী রওশন আক্তার চৌধুরীর নামে ২৮ কোটি ২৬ লাখ ৮৯ হাজার ২৯৯ টাকার সম্পদ পাওয়া যায়। তার নামে-বেনামে আরও সহায়-সম্পত্তি থাকতে পারে, এই সন্দেহে সম্পদ বিবরণীর নোটিস জারি করা হয়েছে।

জানা গেছে, চলতি বছর জানুয়ারি মাসে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে এনামুর রহমানকে গ্রেপ্তার করে ডিবি।

ডা. এনামুর ঢাকা-১৯ আসন থেকে দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০২৪ সালে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন। তিনি ২০১৯-২৪ মেয়াদে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত