জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ঢাকা মহানগর এলাকায় গত ২৪ ঘণ্টায় ডিএমপির ৬৬৭টি টহল টিম ও ৭১টি চেকপোস্ট বসিয়ে সাঁড়াশি অভিযানে ১৯৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এ সময় মামলা দেওয়া হয়েছে ৪৭টি। এছাড়াও মোহাম্মদপুরে বিভিন্ন অপরাধে ১০ জনকে ও কোতোয়ালি থানা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ৫ জনকে গ্রেপ্তার করা হয়। গতকাল রবিবার ডিএমপির মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান।
ডিএমপির ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার থেকে পাওয়া তথ্য জানিয়ে ডিসি তালেবুর রহমান জানান, শুক্রবার রাত ১২টা ১ মিনিট থেকে শনিবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৫০টি থানা এলাকা থেকে ১৯৯ জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে ১৫ জন ডাকাত, ১৭ জন পেশাদার সক্রিয় ছিনতাইকারী, পাঁচজন চাঁদাবাজ, ১৬ জন চোর, সাতজন চিহ্নিত মাদক কারবারি, ৩৬ জন পরোয়ানাভুক্ত আসামিসহ অন্যান্য অপরাধে জড়িত। গ্রেপ্তারকালে তাদের কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগজিন, একটি সুইচ গিয়ার চাকু, একটি স্টিলের এন্টিকাটার, একটি মোবাইল, একটি স্কুলব্যাগ, নগদ ৩৩০ টাকা, দুটি পুরাতন স্টিলের সিট ও একটি মেট্রোরেল লাইনের এক্সিম (লোহার পাত) উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় ৭৩টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় পুলিশ।
মোহাম্মদপুরে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১০ : মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধে জড়িত ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে তাদের গেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- আল আমিন, হাসান, সাইদ, রানা, সাগর, রনি, রাসেল ইয়াসিন, সাব্বির, কাউসার ও ফারুক। থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তারদের মধ্যে রয়েছে চিহ্নিত মাদক কারবারি, পেশাদার সক্রিয় ছিনতাইকারী, চোর এবং বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী।
ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৫ : রাজধানীর কোতোয়ালি থানা এলাকায় ডাকাতির প্রস্তুতির সময় দেশি অস্ত্রসহ ডাকাত দলের ৫ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাত ১১টা ১০ মিনিটে কোতোয়ালি থানাধীন বাবুবাজার ব্রিজের নিচে ও বংশাল থানা এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- মো. সাকিব, মো. ফারহান খান, সালমান আহম্মেদ, মো. জিহান আহম্মেদ এবং অপর একজন অপ্রাপ্তবয়স্ক কিশোর। তাদের কাছ থেকে দুটি ধারালো চাপাতি, একটি টিপ চাকু, চারটি বিশেষ ধরনের দেশি অস্ত্র ও একটি সেলাই রেঞ্জ উদ্ধার করা হয়েছে। ডিএমপি জানায়, গ্রেপ্তাররা পেশাদার ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা ডাকাতির উদ্দেশ্যে দেশি অস্ত্রসহ একত্র হয়েছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।