আধুনিক ও সহজতর ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে মার্কেন্টাইল ব্যাংকের ‘নড়িয়া উপশাখা’ উদ্বোধন করা হয়েছে। রবিবার মার্কেন্টাইল ব্যাংকের পরিচালক ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আউয়াল প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে উপশাখাটি উদ্বোধন করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান।
উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের ডিএমডি জাকির হোসাইন, আদিল রায়হান, শামীম আহম্মদ, অসীম কুমার সাহা ও ড. জাহিদ হোসেন, সিএফও ড. তাপস চন্দ্র পাল, এসইভিপি শাহ সোহেল খুরশীদ ও মোহাম্মদ ইকবাল রেজওয়ান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য দেন নড়িয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ রয়েল।
অনুষ্ঠানে বক্তব্য দেন নড়িয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ রয়েল, নড়িয়া বাজার জামে মসজিদের সভাপতি আলাউদ্দিন আজাদ ও সেক্রেটারি আক্তার হোসেন খাঁন। নড়িয়া শাখায় উপস্থিত ছিলেন মার্কেন্টাইল ব্যাংকের ব্রাঞ্চেস ডিভিশনের প্রধান ও ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ হোসেন, ব্যাংকের প্রধান জনসংযোগ কর্মকর্তা আব্দুল হামদি সোহাগ , ব্যাংকের ভোজেশ্বর শাখা প্রধান মো. আশরাফুল ইসলাম, নড়িয়া উপশাখার ইনচার্জ মো. আশিকুর রহমান সহ বিপুল সংখ্যক অতিথি ও গ্রাহকবৃন্দ।
উল্লেখ্য মার্কেন্টাইল ব্যাংকের ৪৬ তম নড়িয়া উপশাখা ভোজেশ্বর শাখার নিয়ন্ত্রণাধীন। উপশাখাটি নড়িয়া বাজার জামে মসজিদ মার্কেট (পূর্ব মাথা চাকধ রোড), হোল্ডিং নং-বি-২৫৪, নড়িয়া চাকধ ঘড়িষার সড়ক, পৌরসভা ও থানা-নড়িয়া, জেলা-শরিয়তপুরে অবস্থিত।