মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

সাড়ে ৭ ঘণ্টা পর পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ প্রত্যাহার

আপডেট : ১০ মার্চ ২০২৫, ০২:৩৭ পিএম

সহকর্মী নিহতের প্রতিবাদে রাজধানীতে সাড়ে ৭ ঘণ্টা সড়ক অবরোধের পর সরে গেছেন পোশাক শ্রমিকরা। সোমবার সকাল থেকে শুরু হওয়া এই অবরোধ দুপুর দেড়টার দিকে তুলে নেন তারা।

এর আগে সকাল ৬টার দিকে বনানীর চেয়ারম্যান বাড়ি ইউটার্নে দুর্ঘটনায় মিনারা আক্তার নামে এক পোশাক শ্রমিক মারা যান। এর প্রতিবাদে তারা চেয়ারম্যান বাড়ির সামনের সড়ক অবরোধ করলে অচল হয়ে পড়ে রাজধানী ঢাকা।

জানা গেছে, সকাল থেকে চেয়ারম্যানবাড়ি সড়কটির উভয়পাশ অবরোধ থাকায় ওই এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়, যার প্রভাব পড়ে আশেপাশের এলাকাগুলোতেও। তীব্র যানজটে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

দুর্ঘটনার পর বিক্ষুব্ধ শ্রমিকরা বনানী এক্সপ্রেসওয়েও অবরোধ করেন। একপর্যায়ে তারা নিহতের মরদেহ কফিনে নিয়ে মিছিল শুরু করেন।

বনানী থানার ওসি রাসেল সরোয়ার বলেন, নিহত নারী পোশাক শ্রমিককে ধাক্কা দেওয়া পিকআপটি ইতোমধ্যে তেজগাঁও থানা-পুলিশ আটক করেছে। সিসিটিভি ফুটেজ দেখে তেজগাঁও বাসস্ট্যান্ড থেকে গাড়িটিকে আটক করা হয়। তবে চালক পালিয়ে গেছেন। তাকেও আটক করার চেষ্টা চলছে।

তিনি জানান, আন্দোলনকারীদের বুঝিয়ে অবরোধ প্রত্যাহার করান তারা। দুপুর দেড়টার দিকে তারা অবরোধ প্রত্যাহার করেছেন। পোশাক শ্রমিকের মৃত্যুর ঘটনায় মামলার প্রক্রিয়া চলমান। পরিস্থিতি নিয়ন্ত্রণে দুপুরের দিকে ওই এলাকায় বাড়ানো হয় পুলিশ সদস্যের সংখ্যা।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত