বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

আইপিএলে দুই বছরের নিষেধাজ্ঞার শঙ্কায় হ্যারি ব্রুক 

আপডেট : ১০ মার্চ ২০২৫, ০২:৪১ পিএম

আইপিএলের এবারের আসর থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন ইংল্যান্ডের তারকা ব্যাটার হ্যারি ব্রুক। রবিবার এক ঘোষণার মাধ্যমে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। দিল্লি ক্যাপিটালসে ৬.২৫ কোটি রুপিতে নিলামে বিক্রি হওয়া ব্রুকের সরে দাঁড়ানোর সিদ্ধান্ত তাকে দুই বছরের নিষেধাজ্ঞার শঙ্কায় ফেলেছে। 

আইপিএলের নিয়ম অনুযায়ী, নিলামে নাম লিখিয়ে পরে টুর্নামেন্ট শুরুর আগেই কেউ সরে দাঁড়ালে পরবর্তী দুই আসরের জন্য তাকে নিষিদ্ধ করা হতে পারে। ব্রুক পরপর দুই বছর আইপিএল থেকে নিজের নাম সরিয়ে নেওয়ায় এ নিষেধাজ্ঞার শঙ্কা আরও জোরালো হয়েছে। 

আইপিএলের নিলামের আগেই বোর্ড জানিয়ে দেয়, ‘যে কোনো খেলোয়াড় নিলামে নির্বাচিত হওয়ার পর যদি নিজেকে টুর্নামেন্ট শুরুর আগে অনুপলব্ধ ঘোষণা করে, তাহলে পরবর্তী দুই আসরে তিনি নিলামে থাকতে পারবেন না।’ 

নিজের সরে দাঁড়ানোর বিষয়ে ইনস্টাগ্রামে এক বিবৃতিতে ব্রুক লেখেন, ‘আমি খুব কঠিন সিদ্ধান্ত নিয়েছি। আইপিএল থেকে সরে দাঁড়ানোর জন্য দিল্লি ক্যাপিটালস ও তাদের সমর্থকদের প্রতি আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।’ 

তিনি আরও বলেন, ‘আমি ক্রিকেট ভালোবাসি। ছোটবেলা থেকেই দেশের হয়ে খেলার স্বপ্ন দেখেছি এবং এখন এই পর্যায়ে এসে খেলার সুযোগ পেয়ে কৃতজ্ঞ। তবে সামনে ইংল্যান্ডের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সিরিজ রয়েছে, এবং সে জন্য আমি পুরোপুরি প্রস্তুতি নিতে চাই। ক্যারিয়ারের সবচেয়ে ব্যস্ত সময় পার করছি, তাই নিজেকে রিচার্জ করার জন্য কিছুটা সময় নেওয়া জরুরি মনে করছি।’ 

সম্প্রতি ইংল্যান্ডের জন্য হতাশাজনক ছিল চ্যাম্পিয়নস ট্রফি। গ্রুপ পর্ব থেকেই ছিটকে যায় ইংল্যান্ড, যেখানে ব্রুক তিন ম্যাচে মাত্র ৪৭ রান করেন। দল ব্যর্থ হওয়ার পর ওয়ানডে অধিনায়কত্ব ছেড়ে দেন জস বাটলার। তার পরিবর্তে ব্রুককেই ইংল্যান্ডের পরবর্তী হোয়াইট-বল অধিনায়ক হিসেবে ভাবা হচ্ছে। 

২০২৩ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএল খেলা ব্রুক ১৩.২৫ কোটি রুপির বিনিময়ে চুক্তিবদ্ধ হয়েছিলেন, কিন্তু ১১ ম্যাচে মাত্র ১৯০ রান করায় প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হন। এরপর ২০২৪ সালে ব্যক্তিগত কারণ দেখিয়ে টুর্নামেন্ট থেকে নিজেকে সরিয়ে নেন। এবারও তিনি একই সিদ্ধান্ত নেওয়ায়, আইপিএল কর্তৃপক্ষ তাকে দুই বছরের জন্য নিষিদ্ধ করে কি না, সেটিই এখন দেখার বিষয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত