কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ নিউইয়র্ক সিটির পুলিশ কর্মকর্তা ও হবিগঞ্জের কৃতি সন্তান আজহারুল চৌধুরীকে সম্মাননা দেওয়া হয়েছে। শনিবার (৮ মার্চ) নিউইয়র্ক পুলিশ একাডেমির পক্ষ থেকে এ সম্মাননা দেওয়া হয়।
আজহারুল বাংলাদেশি বংশোদ্ভূত হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার খাগাউরা চৌধুরী বাড়ির কৃতি সন্তান। তার বাবার নাম মাস্টার শফিকুল ইসলাম চৌধুরী ও মাতার নাম সায়েরা খাতুন চৌধুরী। ছোটবেলায় আজহারুল চৌধুরী মা-বাবার সঙ্গে নিউইয়র্কে পাড়ি দেন।
এদিকে এমন সম্মননা পাওয়ায় সোশ্যাল মিডিয়ায় প্রশংসায় ভাসছেন আজহারুল চৌধুরী। আন্তর্জাতিক অঙ্গনে এ ধরনের অর্জন বাংলাদেশের জন্য এবং হবিগঞ্জবাসীর জন্য অনেক বড় একটি অর্জন।