সম্প্রতি রাজধানীর শ্যামলী স্কয়ার এলাকায় নারীর প্রতি সহিংসতাকারী মো. রাসেল হোসেনকে গ্রেপ্তার করেছে ডিবির সাইবার ক্রাইম ইউনিট।
আজ সোমবার বিকেলে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (জনসংযোগ) মুহাম্মদ তালেবুর রহমান।
পুলিশের এই কর্মকর্তা জানান, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) নারীর প্রতি সহিংসতার ঘটনায় কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং আইনশৃঙ্খলা রক্ষায় অন্যান্য অপরাধমূলক কার্যক্রমেও অভিযান অব্যাহত থাকবে।
এর আগে সকাল থেকে অনলাইনে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে রাসেল হোসেনকে লাঠি হাতে রাস্তায় নারীদের দৌড়ে দৌড়ে পেটাতে দেখা যায়। তিনি বিভিন্ন ধরনের কটূক্তি করেন এবং সহিংস আচরণ করেন। পরে সেসব ঘটনার ভিডিওধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচার করেন তিনি। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। অনেকে রাসেলকে গ্রেপ্তারের দাবি তোলেন।