বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

চ্যাম্পিয়নস ট্রফির সেরা একাদশে ভারতের ৫, নিউজিল্যান্ডের ৪, আর দুই আফগানি

আপডেট : ১০ মার্চ ২০২৫, ০৮:১৪ পিএম

চ্যাম্পিয়নস ট্রফির সেরা একাদশে জায়গা পেয়েছেন ফাইনাল খেলা দুদল ভারত ও নিউজিল্যান্ডেরই ৯ জন। এর মধ্যে ভারতের ৫, নিউজিল্যান্ডের ৪ জন। বাকি দুজন আফগানিস্তানের। 

একাদশে যারা জায়গা পেয়েছেন
ওপেনার
রাচিন রবীন্দ্র (নিউজিল্যান্ড)                   ম্যাচ: ৪, ইনিংস: ৪, রান: ২৬৩, গড়: ৬৫.৭৫
ইব্রাহিম জাদরান (আফগানিস্তান)             ম্যাচ: ৩, ইনিংস: ৩, রান: ২১৬, গড়: ৭২.০০
মিডল অর্ডার
বিরাট কোহলি (ভারত)                         ম্যাচ: ৫, ইনিংস: ৫, রান: ২১৮, গড়: ৫৪.৫০
শ্রেয়াস আইয়ার (ভারত)                       ম্যাচ: ৫, ইনিংস: ৫, রান: ২৪৩, গড়: ৭৯.৪১
কেএল রাহুল (ভারত) (উই.কিপার)         ম্যাচ: ৫, ইনিংস: ৪, রান: ১৪০, গড়: ১৪০.০০
অলরাউন্ডার
মাইকেল ব্রেসওয়েল (নিউজিল্যান্ড)         ম্যাচ: ৫, রান: ৮২, গড়: ৪১.০০, উইকেট: ৮, ইকোনমি: ৪.১০
আজমতুল্লাহ ওমরজাই (আফগানিস্তান)     ম্যাচ: ৩, রান: ১২৬, গড়: ৪২.০০, উইকেট: ৭, ইকোনমি: ৬.৭২
বোলার
মিচেল স্যান্টনার (নিউজিল্যান্ড)             ম্যাচ: ৫, উইকেট: ৯, গড়: ২৬.৬৬, ইকোনমি: ৪.৮০
ম্যাট হেনরি (নিউজিল্যান্ড)                   ম্যাচ: ৪, উইকেট: ১০, গড়: ১৬.৭০, ইকোনমি: ৫.৩২
বরুণ চক্রবর্তী (ভারত)                         ম্যাচ: ৩, উইকেট: ৯, গড়: ১৫.১১, ইকোনমি: ৪.৫৩
কুলদীপ যাদব (ভারত)                        ম্যাচ: ৫, উইকেট: ৭, গড়: ৩১.৮৫, ইকোনমি: ৪.৭৯

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত