বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

৪ বছর পর ফিরে ২৮ বলে সেঞ্চুরি ডি ভিলিয়ার্সের

আপডেট : ১০ মার্চ ২০২৫, ০৮:১৭ পিএম

ওয়ানডে ইতিহাসের দ্রুততম সেঞ্চুরির বিশ্ব রেকর্ডটা এবি ডি ভিলিয়ার্সেরই। ২০১৫ সালে জোহানেসবার্গে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩১ বলে সেঞ্চুরি পূরণ করেন তিনি। দক্ষিণ আফ্রিকার প্রদর্শনী ক্রিকেটে গতকাল ফিরেই আরও একটি বিধ্বংসী সেঞ্চুরি করেছেন ডি ভিলিয়ার্স, সেটিও মাত্র ২৮ বলে।

গত জানুয়ারিতে ক্রিকেট সাংবাদিক মেলিন্ডা ফারেলকে দেওয়া সাক্ষাৎকারে ডি ভিলিয়ার্স জানিয়েছিলেন, আবারও ক্রিকেটে ফিরতে চান। তবে প্রতিদ্বন্দ্বিতামূলক কোনো ম্যাচ নয়, খেলতে চান প্রদর্শনী ম্যাচে। রবিবার সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে টাইটানস লিজেন্ডস ও বুলস লিজেন্ডস ম্যাচ দিয়েই ফের ক্রিকেটে ফিরেছেন ডি ভিলিয়ার্স। নিজের ঘরোয়া দল টাইটানসের হয়েই মাঠে নামেন ডি ভিলিয়ার্স।

টি–টোয়েন্টি ম্যাচটির সপ্তম ওভারে টাইটানস ৫০ রানে ৩ উইকেট হারানোর পর ব্যাটিংয়ে নামেন ডি ভিলিয়ার্স। প্রথম বলেই মারেন ছক্কা। সেঞ্চুরিও পূরণ করেন ছক্কা মেরে। তিন অঙ্ক ছোঁয়ার পরপরই তিনি ব্যাটিং থেকে অবসর নেন। চার বছর পর ফিরেই ২৮ বলে সেঞ্চুরি উপহার দিয়েছেন। মেরেছেন ১৫টি ছক্কা, নেই কোনো চার, ডট দিয়েছেন মাত্র দুটি। তার অপরাজিত ১০১ রানে ইনিংসের স্ট্রাইক রেটও ৩৬০!

তার বিধ্বংসী ব্যাটিংয়ে ভর করেই টাইটানস ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে করে ২৭৮ রান। লক্ষ্য তাড়ায় বুলস লিজেন্ডস ১৪ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৫ রান তোলার পর মুষলধারে বৃষ্টি নামে। আর খেলা সম্ভব হয়নি।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত