বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

মুক্তিযুদ্ধ জাদুঘরে আগুন

আপডেট : ১১ মার্চ ২০২৫, ০৬:৪৯ এএম

রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘরে অগ্নিকা-ের ঘটনা ঘটে। গতকাল সোমবার সকাল ৯টায় আগুনের সূত্রপাত হয়। ৯টা ২০ মিনিয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। ৯টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে তেমন কোনো ক্ষয়ক্ষতি না হলেও আগুনের কারণ খুঁজছে জাদুঘর কর্তৃপক্ষ।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের মোহাম্মদপুর স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। সকাল ৯টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ৯টা ৪৬ মিনিট নাগাদ আগুন পুরোপুরি নিভিয়ে ফেলা সম্ভব হয়। জাদুঘরের চারতলা ভবনের নিচতলায় জেনারেটর কক্ষে আগুন লেগেছিল। আগুন জেনারেটর কক্ষ থেকে অন্য কোথাও ছড়ায়নি। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এদিকে এ ঘটনায় তেমন কোনো ক্ষতি হয়নি উল্লেখ করে জাদুঘরের ট্রাস্টি সারওয়ার আলী বলেন, সকাল ৯টায় জাদুঘরের নিচতলায় জেনারেটর কক্ষে আগুন লাগে। তখন পরিচ্ছন্নতাকর্মী ও নিরাপত্তাকর্মীরা উপস্থিত ছিলেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে আসেন। তারা আগুন নিয়ন্ত্রণে আনেন। তেমন কোনো ক্ষতি হয়নি। দুপুর সাড়ে ১২টার দিকে জাদুঘরের কার্যক্রম শুরু হয়েছে। তবে আগুনের সূত্রপাতের কারণ খুঁজে দেখছেন বিশেষজ্ঞরা। ভবনের নিচতলায় জেনারেটর ভবনে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লেগে থাকতে পারে প্রাথমিকভাবে ধারণা করছেন জাদুঘরের কর্মকর্তারা।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত