পটুয়াখালীর কলাপাড়ায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেওয়া সেই বিএনপি নেতা সেলিম সিকদারের সন্ত্রাসী হামলার শিকার হলেন বাংলাদেশ কোস্টগার্ডের গোয়েন্দা সদস্য মুস্তফা সাদিক।
গত শনিবার (০৮ মার্চ) সন্ধ্যার পর শহরের বাসস্ট্যান্ড এলাকায় বিএনপি নেতা সেলিমসহ তার ৪-৫ সহযোগীরা তার ওপর সন্ত্রাসী হামলা করে তাকে জখম করা সহ তার পেশাগত দায়িত্ব পালনে বাধার সৃষ্টি করে। এ ঘটনায় সোমবার (১০ মার্চ) রাতে পুলিশ ও কোস্টগার্ডের যৌথ অভিযানে শওকত হোসেন সাকিব নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ঘটনায় পায়রা বন্দর স্টেশনের পেটি অফিসার মো. নেসারুল ইসলাম বাদী হয়ে আজ মঙ্গলবার বিকেলে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সেলিম সিকদারসহ বিএনপির ৫ নেতাকে আসামি করে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেন।
মামলায় সরকারি গোয়েন্দা কার্যক্রমে বাঁধা, সরকারি সামরিক সদস্যকে মারধর ও লাঞ্চিত করার অভিযোগ আনা হয়েছে।
মামলার অপর আসামিরা হলেন- উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সেলিম সিকদারের জ্যেষ্ঠ ভ্রাতা পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মামুন সিকদার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজল তালুকদার, ধৃত শওকত হোসেন সাকিব তালুকদার সহ অজ্ঞাত ৫/৬ জন।
মামলা সূত্রে জানা যায়, ঘটনার দিন কোস্ট গার্ড পায়রা বন্দর স্টেশনের গোয়েন্দা সদস্য মুস্তফা সাদিক বাসস্ট্যান্ডে ইউরো কোচ সার্ভিসের সামনে অবস্থান করে তার পেশাগত দায়িত্ব পালন করছিল। এ সময় আসামিরা তার সরকারি পরিচয় জেনেও সরকারি কাজে বাধা দেওয়াসহ তার ওপর সন্ত্রাসী হামলা করে তাকে জখম করে। এবং পুরো কলাপাড়া উপজেলা প্রশাসন বিএনপি নেতা সেলিম সিকদার নিয়ন্ত্রণ করেন বলে তাকে হুমকি দেয় বলে বাদী তার মামলায় উল্লেখ করেন।
এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল ইসলাম বলেন, এ ঘটনায় পুলিশ ও কোস্টগার্ডের যৌথ অভিযানে ইতোমধ্যে একজনকে আটক করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় কোস্টগার্ড বাহিনীর সদস্যদের মধ্যে চরম অসন্তোষ ও ক্ষোভ বিরাজ করছিল।