মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

রমজান সংহতিতে জাতিসংঘ মহাসচিব কাল ঢাকা আসছেন

আপডেট : ১২ মার্চ ২০২৫, ০৬:৫১ এএম

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে চার দিনের ঢাকা সফরে আসছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। বৃহস্পতিবার এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকায় আসবেন তিনি। ঢাকার জাতিসংঘ সূত্র গুতেরেস আগমনকে রমজান সংহতি সফর বলে জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সফরের দ্বিতীয় দিন শুক্রবার জাতিসংঘের মহাসচিব পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও প্রধান উপদেষ্টার রোহিঙ্গা ও অগ্রাধিকার ইস্যুবিষয়ক বিশেষ দূত ড. খলিলুর রহমান জাতিসংঘের মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করবেন। ওইদিনই তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন। এরপর তারা দুজনে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে একসঙ্গে কক্সবাজার যাবেন। কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন আন্তোনিও গুতেরেস। সেখানে রোহিঙ্গা শরণার্থী ছাড়াও স্থানীয় বাংলাদেশিদের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং রাতেই ঢাকায় ফিরবেন। রোহিঙ্গা শিবিরে কাজ করা জাতিসংঘের বিভিন্ন সংস্থা মহাসচিবকে অবহিত করবে। শরণার্থীশিবির পরিদর্শনের পর রোহিঙ্গা ও পবিত্র রমজানের প্রতি সংহতি জানিয়ে সেখানেই জাতিসংঘ মহাসচিবের সম্মানে রয়েছে ইফতারের ব্যবস্থা। রাতেই ঢাকার উদ্দেশে রওনা দেবেন জাতিসংঘ মহাসচিব ও প্রধান উপদেষ্টা।

সফরের তৃতীয় দিন শনিবার ঢাকায় দায়িত্ব পালনরত জাতিসংঘ কর্মকর্তাদের সঙ্গে বসবেন মহাসচিব। এরপর দুপুরে হোটেলে ফিরে গোলটেবিল বৈঠকে যোগ দেবেন। বাংলাদেশের যুবসমাজ ও নাগরিক প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। একইদিন তরুণ নারী ও পুরুষ এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে তার সাক্ষাৎ করার কথা রয়েছে। এদিন বিকেলে রয়েছে যৌথ সংবাদ সম্মেলন। সন্ধ্যায় জাতিসংঘ মহাসচিবের সম্মানে ইফতার ও নৈশভোজের আয়োজন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস। পরদিন রবিবার সকালে ঢাকা ছেড়ে যাওয়ার কথা রয়েছে জাতিসংঘ মহাসচিবের।

রমজান মাস হওয়ায় মুসলিমদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে বাংলাদেশ সফরকালে জাতিসংঘের মহাসচিব একদিন রোজা থাকবেন বলে জানা গেছে। তবে এ বিষয়ে স্পষ্ট কোনো বার্তা দেয়নি ঢাকার জাতিসংঘ অফিস।

জানা গেছে, গত ৭ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টার রোহিঙ্গা ও অগ্রাধিকার ইস্যুবিষয়ক বিশেষ দূত ড. খলিলুর রহমান জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করে ড. ইউনূসের পাঠানো আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।

এটি হবে গুতেরেসের বাংলাদেশে দ্বিতীয় সফর। এর আগে ২০২৩ সালে রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে আলোচনা করতে ঢাকায় এসেছিলেন তিনি। গুতেরেসের সফর বিষয়ে বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস গণমাধ্যমকে জানিয়েছেন, প্রধান উপদেষ্টার আমন্ত্রণে আন্তোনিও গুতেরেস রমজান সংহতি জানাতে বাংলাদেশে আসছেন। তিনি প্রতি বছর রমজান মাসে মুসলিম দেশগুলো সফর করে থাকেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত