রাজধানীর লালমাটিয়ায় চায়ের দোকানে ধূমপানকে কেন্দ্র করে এলাকার ‘মুরব্বি’ পরিচয়ে দুই তরুণীকে লাঞ্ছিতের ঘটনায় অভিযুক্ত মো. গোলাম মোস্তাকিম রিন্টুকে (৬২) গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।
গত রবিবার রাতে তাকে হেফাজতে নিয়ে একদিন পর গতকাল মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে। আদালতে পাঠানোর পরে গতকালই ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান গণমাধ্যম শাখার উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান। তিনি বলেন, ‘জবানবন্দি নিয়ে তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ৫৪ ধারায় এরই মধ্যে অভিযুক্ত রিন্টুকে আদালতে পাঠানো হয়েছে। ভুক্তভোগী তরুণীরা মামলার প্রস্তুতি নিচ্ছেন। তাদের অভিযোগের ভিত্তিতেই রিন্টুকে গ্রেপ্তার করা হয়।’