সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

ইউআইইউ-এইচবি অ্যাসোসিয়েটস সমঝোতা স্মারক সই

আপডেট : ১২ মার্চ ২০২৫, ০৭:০৬ এএম

করপোরেট সেক্টরে ক্যারিয়ার গঠনের ক্ষেত্রে উপযুক্ত নাগরিক তৈরির লক্ষ্যে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং এইচবি অ্যাসোসিয়েটস-এর মাঝে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। এ সমঝোতা স্মারকের মাধ্যমে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এইচবি অ্যাসোসিয়েটসের প্রফেশনাল ট্রেনিং অন প্র্যাক্টিক্যাল অ্যাকাউন্টিং কোর্স ইন্টারনালি প্রমোট করবে। কোর্স সম্পন্ন করার পর প্রশিক্ষণার্থীদের সার্টিফিকেট দেবে এবং ইউনিভার্সিটির অন্যান্য প্রোগ্রাম বা কোর্সের ক্ষেত্রে এইচবি অ্যাসোসিয়েটসের ট্রেইনিদের বিশেষ ডিসকাউন্টসহ অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করে সহযোগিতা করবে।

অপরদিকে এইচবি অ্যাসোসিয়েটস তার প্রফেশনাল ট্রেইনিং অন প্র্যাক্টিক্যাল অ্যাকাউন্টিং কোর্সটি করার ক্ষেত্রে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্টদের বিশেষ ফ্যাসিলিটি প্রদান করবে এবং ইউনিভার্সিটির অন্যান্য প্রোগ্রাম বা অ্যাকাডেমিক কোর্স প্রমোট করার বিষয়ে সহযোগিতা করবে।

চুক্তি স্বাক্ষরকালে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. মো. আবুল কাশেম মিয়া। আই বি ই আর-এর ডিরেক্টর প্রফেসর ড. মো. কামরুজ্জামান। রেজিস্ট্রার ড. মো. জুলফিকুর রহমান প্রমুখ। এইচবি অ্যাসোসিয়েটরের পক্ষে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েটস-এর ফাউন্ডার অ্যান্ড সিইও মো. বাহাউদ্দীন সেবক। আরও উপস্থিত ছিলেন চিফ অ্যাকাডেমিক অ্যাডভাইজর মোহাম্মদ জুনায়েদুল মুনির, প্রফেশনাল অ্যাডভাইজর জাফরান চৌধুরী, করপোরেট অ্যাডভাইজর মোহাম্মদ লুতফর রহমান, ডিরেক্টর মোহাম্মদ হাবিবুল্লাহসহ আরও অনেকে। বিজ্ঞপ্তি

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত