সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

দীঘিনালায় গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

আপডেট : ১২ মার্চ ২০২৫, ০৮:৪১ এএম

খাগড়াছড়ির দীঘিনালায় এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলাধীন কবাখালীর উত্তর মিলনপুর এলাকা থেকে অভিযুক্ত আব্দুর রহমানকে আটক করা হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করেন দীঘিনালা থানার ওসি মো. জাকারিয়া জানান, ভুক্তভোগী ঐ নারী গৃহস্থালীর কাজ করেন। সে সময় স্থানীয় বখাটে আব্দুর রহমান ঘরে প্রবেশ করে তাকে জড়িয়ে ধরে ধর্ষণের চেষ্টা করেন। পরে গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে আটক করে পুলিশে দেয়।

তিনি আরো বলেন, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে দীঘিনালা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন ভুক্তভোগী ঐ নারী।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত