মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

মুন্সীগঞ্জে ইয়াবাসহ লুঙ্গি জাকির গ্রেপ্তার

আপডেট : ১২ মার্চ ২০২৫, ১২:১৪ পিএম

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে ২০১ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। এ সময় মাদক বিক্রির ৪৭ হাজার ৫০০ টাকা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতের নাম জাকির হোসেন ওরফে লুঙ্গি জাকির (৪৮)।

মঙ্গলবার দিবাগত রাতে জেলার শ্রীনগর উপজেলার দক্ষিণ পাইকসা বাজার এলাকায় অভিযান চালিয়ে সমুদয় ইয়াবা, নগদ টাকা ও মোটর সাইকেলসহ তাকে গ্রেপ্তার করে র‌্যাব-১০। গ্রেপ্তারকৃত জাকির উপজেলার কলেজপাড়া এলাকার মৃত শেখ সাহেদ আলীর ছেলে।

বুধবার র‌্যাব-১০ এর মিডিয়া সেলের সহকারী পরিচালক শামীম হাসান সরদার এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল দক্ষিণ পাইকসা বাজারে অভিযান চালায়। এ সময় মাদক বিক্রেতা জাকিরকে গ্রেপ্তার করলে তার কাছে সমুদয় ইয়াবা, নগদ টাকা পাওয়া যায়। গ্রেপ্তারকৃতকে শ্রীনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত