বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

প্রাইম ব্যাংককে ৮ উইকেটে উড়িয়ে দিল রূপগঞ্জ

আপডেট : ১২ মার্চ ২০২৫, ০৩:২২ পিএম

ঢাকা প্রিমিয়ার লিগের চতুর্থ রাউন্ডের ম্যাচে দুর্দান্ত বোলিং ও ব্যাটিংয়ের সমন্বয়ে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। বল হাতে সাইফ হাসানের ৪ উইকেট ও তানজিম হাসান সাকিবের ৩ উইকেটের তোপে মাত্র ১৫২ রানে অলআউট হয় প্রাইম ব্যাংক। পরে তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকারের ব্যাটে ভর করে সহজেই জয় তুলে নেয় রূপগঞ্জ। 

টস হেরে ব্যাটিংয়ে নামা প্রাইম ব্যাংক শুরু থেকেই ব্যাকফুটে চলে যায়। ইনিংসের দ্বিতীয় ওভারে ৭ রান করে ফিরে যান ওপেনার সাব্বির হোসেন। এরপর জাকির হাসান (৯), শাহাদাত হোসেন দিপু (২০) ও ইরফান শুক্কুর (৪) দ্রুতই প্যাভিলিয়নে ফেরেন। 

দলীয় ৮৮ রানে নাহিদুল ইসলাম (৬) এবং ১০১ রানে ইনফর্ম ব্যাটার শামীম পাটোয়ারি (১১) বিদায় নিলে চাপে পড়ে প্রাইম ব্যাংক। শেষ দিকে নাইম শেখ একাই লড়াই চালিয়ে যান। ৮৩ বলে চারটি চার ও পাঁচটি ছক্কায় ৮১ রানের দুর্দান্ত ইনিংস খেলে দলকে সম্মানজনক সংগ্রহ এনে দেন তিনি। তবে তার বিদায়ের পর ২৯.৫ ওভারে ১৫২ রানেই গুটিয়ে যায় প্রাইম ব্যাংকের ইনিংস। 

রূপগঞ্জের হয়ে সাইফ হাসান ৪টি, তানজিম হাসান সাকিব ৩টি এবং শরিফুল ইসলাম, শেখ মেহেদি হাসান ও তানভির ইসলাম একটি করে উইকেট শিকার করেন। 

মাত্র ১৫৩ রানের লক্ষ্যে নেমে শুরুতেই ৫৬ রানের জুটি গড়েন তানজিদ হাসান তামিম ও সাইফ হাসান। ৩৫ বলে ১৬ রান করা সাইফকে ফেরান নাহিদুল ইসলাম। এরপর ৫২ রানের জুটি গড়ে দলকে জয়ের পথে এগিয়ে নেন তামিম ও সৌম্য।

৪৯ বলে ৭টি চার ও ৫টি ছক্কায় ৬৮ রান করে রিশাদ হোসাইনের বলে ক্যাচ দিয়ে ফেরেন তামিম। তবে সৌম্য সরকার (৪০ বলে ৫০*) ও জয় (১৮ বলে ১৪*) দলের জয় নিশ্চিত করেন ২৩.২ ওভারেই। প্রাইম ব্যাংকের হয়ে নাহিদুল ইসলাম ও রিশাদ হোসাইন একটি করে উইকেট নেন। 

সংক্ষিপ্ত স্কোর: 

প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব: ১৫২/১০ (২৯.৫ ওভার) 

(নাইম শেখ ৮১, সাইফ হাসান ৪/৩৭, তানজিম ৩/৩০) 

লিজেন্ডস অব রূপগঞ্জ: ১৫৪/২ (২৩.২ ওভার) 

(তানজিদ হাসান তামিম ৬৮, সৌম্য সরকার ৫০*) 

ফল: লিজেন্ডস অব রূপগঞ্জ ৮ উইকেটে জয়ী 

ম্যাচসেরা: সাইফ হাসান

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত