বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

অথচ বলটা রাফিনহাকে দিতে চাননি ইয়ামাল 

আপডেট : ১২ মার্চ ২০২৫, ০৫:১৩ পিএম

বার্সেলোনার তরুণ তারকা লামিন ইয়ামাল মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে এমন এক মুহূর্ত সৃষ্টি করলেন, যা ফুটবলবিশ্বে আলোড়ন তুলেছে। ম্যাচের পর ফুটবল বিশ্লেষকরা তার ‘অসাধারণ অ্যাসিস্ট’-এর প্রশংসায় মাতোয়ারা হলেও ইয়ামাল নিজেই জানালেন, সেটি আদতে পাস ছিল না, বরং ছিল গোল করার প্রচেষ্টা!

মঙ্গলবার রাতে অলিম্পিক স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অব ১৬-এর দ্বিতীয় লেগে বার্সেলোনা ৩-১ গোলে হারায় বেনফিকাকে। প্রথম লেগেও জয় পাওয়ায় দুই লেগ মিলিয়ে ৪-১ ব্যবধানে কোয়ার্টার-ফাইনালে উঠল কাতালানরা। কিন্তু ম্যাচের সবচেয়ে আলোচিত মুহূর্ত ছিল মাত্র ১৭ বছর বয়সী ইয়ামালের এক গোল ও এক ‘ভুল করে হয়ে যাওয়া’ অ্যাসিস্ট!

১১তম মিনিটে ইয়ামাল বেনফিকার দুই ডিফেন্ডারকে কাটিয়ে ডান দিক থেকে বক্সে ঢোকেন। তিনি আসলে নিজেই গোলের জন্য শট নিতে চেয়েছিলেন, কিন্তু বল গিয়ে পড়ে সতীর্থ রাফিনিয়ার পায়ে, যিনি সহজেই সেটি জালে পাঠান। কমেন্টেটররা বললেন, ‘অসাধারণ অ্যাসিস্ট!’ কিন্তু ম্যাচ শেষে ইয়ামাল অকপটে স্বীকার করলেন— "আমি আসলে শট নিয়েছিলাম, কিন্তু সেটা রাফিনিয়ার কাছে চলে যায়। ভাগ্য ভালো, সে গোলটি করতে পেরেছে।"

বেনফিকার নিকোলাস ওতামেন্দি এরপর সমতা ফেরালেও ২৭তম মিনিটে ইয়ামাল দেখিয়ে দিলেন কেন তাকে নিয়ে এত মাতামাতি। ডান দিক থেকে বল ধরে এক ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ পায়ের দুর্দান্ত শটে বল জড়ালেন জালের উপরের কোণায়। বলটি এতটাই নিখুঁত ছিল যে বেনফিকার গোলকিপার হাল ছেড়ে দিলেন বললেই চলে!

ম্যাচ শেষে ইয়ামাল বললেন, "আমি সবসময় এমন শট নেওয়ার চেষ্টা করি। আজ সেটি সফল হয়েছে।"

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত