চ্যাম্পিয়নস ট্রফির প্রথমার্ধে তুমুল আলোচনায় ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। নাহ, কোনো দারুণ পারফর্মেন্সের জন্য নয়; বরং বাজে পারফর্মেন্সের কারণেই তিনি ব্যাপক সমালোচিত হয়েছেন। বাংলাদেশ তো বটেই, বিশ্বের বিভিন্ন দেশের সাবেকরা বিস্মিত হয়েছেন মাহমুদউল্লাহকে এখনো খেলতে দেখে। ৪০ বছর বয়সী মাহমুদউল্লাহর অবসর নিয়ে এবার মুখ খুললেন বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম।
গত সোমবার চলতি বছরের জন্য কেন্দ্রীয় চুক্তিতে থাকা ২২ ক্রিকেটারের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১ জানুয়ারি থেকে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এই চুক্তি কার্যকর থাকবে। গত ফেব্রুয়ারির পর কেন্দ্রীয় চুক্তি থেকে নিজের নাম সরিয়ে নিতে বিসিবিকে অনুরোধ জানিয়েছেন মাহমুদউল্লাহ। তাই ১ মার্চ থেকে তিনি নতুন এই চুক্তির বাইরে চলে যাবেন।
আজ বুধবার মাহমুদউল্লাহর অবসর ভাবনা নিয়ে এক প্রশ্নের জবাবে নাজমুল আবেদীন বলেন, ‘যেহেতু কেন্দ্রীয় চুক্তিতে না থাকার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে, এ থেকে বোঝা যায় সে এসব (অবসর) নিয়ে চিন্তাভাবনা করছে। আমার মনে হয় চিন্তা ভাবনার একটা সলিড জায়গায় আসলে এটা নিয়ে আমরা আলাপ করতে পারব। মিডিয়াতেও নিয়ে আসতে পারব। তখনই স্পেসিফিক কিছু (আনুষ্ঠানিক বিদায়ের) প্লান-প্রোগ্রাম আমরা প্রকাশ করা যাবে।’
মাহমুদউল্লাহ আগেই টেস্ট আর টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন। বাকি আছে শুধু ওয়ানডে। অনেকদিন ধরেই তিনি দলে অবদান রাখতে পারছেন না। চ্যাম্পিয়নস ট্রফির পর ওয়ানডে থেকে অবসর নিয়েছেন মুশফিকুর রহিমও। এখন তিনি শুধু টেস্ট খেলবেন। তাই ১ মার্চ থেকে মুশফিকও নেমে গেছেন ‘বি’ ক্যাটাগরিতে। এবারের কেন্দ্রীয় চুক্তির সর্বোচ্চ ‘এ প্লাস’ ক্যাটাগরিতে আছেন কেবল তাসকিন আহমেদ। তার মাসিক বেতন ১০ লাখ টাকা।