আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানায় মাহমুদউল্লাহ রিয়াদকে ধন্যবাদ জানিয়েছেন মাশরাফী বিন মোর্ত্তজা, তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের অ্যাকাউন্ট থেকে রিয়াদের প্রতি শুভেচ্ছা জানান প্রত্যেকে।
লম্বা বার্তায় মাশরাফী লিখেছেন, ‘দারুণ এক আন্তর্জাতিক ক্যারিয়ারের জন্য অভিনন্দন, রিয়াদ। তোর নামের পাশে যে সংখ্যাগুলি আছে, সেসবের সীমানা ছাড়িয়ে তুই আমাদের কাছে আরও অনেক ওপরে। আমরা জানি, দলের তোকে কতটা প্রয়োজন ছিল এবং দলের সেই চাওয়ার সঙ্গে তুই কতটা মিশে গিয়েছিলি।
মাঠের ভেতরে-বাইরে তোর সঙ্গে কত স্মৃতি! কত কত আনন্দ আর হতাশায় একাকার হয়েছে আমাদের সময়!
অ্যাডিলেইড আর কার্ডিফে তোর সেঞ্চুরির কথা আজ আবার মনে পড়ছে। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান, তোর এই অর্জন কেড়ে নিতে পারবে না কেউ। তবে আশা করি, তোকে আদর্শ মেনে বৈশ্বিক আসরে তোর চার সেঞ্চুরির রেকর্ড ছাড়িয়ে যাবে দেশের অনেকে। বড় মঞ্চে তুই যেভাবে নিজের সেরাটা মেলে ধরেছিস, সেই পথ অনুসরণ করবে প্রজন্মের পর প্রজন্ম।
ঘরোয়া ক্রিকেটে তোর বাকি দিনগুলি উপভোগ্য হবে আর অবসর জীবন কাটবে আনন্দে, এই কামনা থাকল।’
মাহমুদউল্লাহকে ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়ে তামিম লিখেছেন, 'বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করার জন্য অভিনন্দন রিয়াদ ভাই। আপনি বাংলাদেশ ক্রিকেটের অন্যতম স্তম্ভ এবং মাঠ ও মাঠের বাইরে আপনি আমাদের অনেকের অনুপ্রেরণা। আপনার সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করার স্মৃতিগুলো মনে পড়বে। দেশের ক্রিকেটে অবদানের জন্য আপনাকে ধন্যবাদ এবং আগামী দিনগুলোর জন্য শুভকামনা।'
ফেসবুকে মুশফিকুর রহিম লেখেন, ‘এতগুলো বছর আপনার সঙ্গে মাঠ ভাগ করে নিতে পারা সত্যিকারের সম্মানের। আপনার দিকনির্দেশনা এবং একসঙ্গে তৈরি হওয়া অসংখ্য স্মৃতির জন্য ধন্যবাদ। জাতির জন্য আপনি যা অর্জন করেছেন, তার জন্য গর্বিত। এই অবসর উপভোগ করুন রিয়াদ ভাই।’
শুধু মাত্র সাকিব আল হাসানের পক্ষ থেকে এখনো কোনো বার্তা পাওয়া যায়নি। মুশফিকের অবসরের পরও নীরব ছিলেন সাকিব।