ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক লাকী আক্তারের বিরুদ্ধে দেশবিরোধী ও উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ এনে তাকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করেছেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একই দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি শুরু করেছে ইনকিলাব মঞ্চ ও জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স নামে দুটি সংগঠন। লাকী আক্তারকে গ্রেপ্তারের দাবিতে গত মঙ্গলবার মধ্যরাতে কয়েকটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পরে গতকাল বুধবার রাজধানীর বিভিন্ন স্থানে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে একই দাবি জানানো হয়।
শাহবাগের গণজাগরণ মঞ্চের সেøাগানকন্যাখ্যাত লাকী আক্তারকে গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার মধ্যরাতে বিক্ষোভ হয় ঢাকা, জাহাঙ্গীরনগর, রাজশাহী, চট্টগ্রাম, জগন্নাথ ও ইসলামী বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ক্যাম্পাসগুলোতে লাকীকে ‘ফ্যাসিবাদী’ ও ‘শাহবাগের কসাই’ আখ্যা দিয়ে তাকে গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়। পরে গতকাল বিকেলে লাকী আক্তারের গ্রেপ্তার দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি ঘোষণা করে ইনকিলাব মঞ্চ ও জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স নামে দুটি প্ল্যাটফর্ম। সংগঠন দুটির নেতারা দাবি পূরণ না হওয়া পর্যন্ত শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেওয়ার কথা জানান।
পুলিশের মামলায় আসামি ১২ ছাত্রনেতা: প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে ধর্ষণবিরোধী পদযাত্রার সময় গত মঙ্গলবার হোটেল ইন্টারকন্টিনেন্টালের মোড়ে সংঘর্ষের ঘটনায় বামপন্থি ছাত্রসংগঠনগুলোর ১২ জনের নামে মামলা করেছে পুলিশ। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও ৭০-৮০ জনকে আসামি করা হয়েছে এ মামলায়। তাদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলার অভিযোগ আনা হয়েছে। সেই সঙ্গে বেআইনি সমাবেশে অংশ নেওয়া, দাঙ্গার চেষ্টা, সরকারি কাজে বাধা দেওয়া, সরকারি কর্মচারীকে গুরুতর আঘাত করার অভিযোগ করা হয়েছে। ঘটনার দিন মধ্যরাতেই রমনা থানার এসআই আবুল খায়ের বাদী হয়ে মামলাটি করেন বলে জানান ওসি মো. গোলাম ফারুক।
গত মঙ্গলবার দুপুরে ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’ নামে প্ল্যাটফর্মের ব্যানারে ধর্ষণবিরোধী পদযাত্রা প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যাওয়ার পথে আটকে দেয় পুলিশ।