মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

সাবেক প্রতিমন্ত্রী ওমর ফারুক ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

আপডেট : ১৩ মার্চ ২০২৫, ০৬:৫৭ এএম

অনিয়ম-দুর্নীতির মাধ্যমে সাবেক প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী ও তার স্ত্রী নিগার সুলতানা চৌধুরীর বিরুদ্ধে ১৫ কোটি ৯০ লাখ টাকার বেশি অবৈধ সম্পদ অর্জন ও তাদের ব্যাংক হিসাবে ৪৪৯ কোটি ৫৮ লাখ ৮৪ হাজার ৮৮২ টাকা সন্দেহজনক লেনদেনের অভিযোগে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার এ মামলা দুটি করা হয় বলে জানান দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।

মামলার এজাহারে বলা হয়, ওমর ফারুক চৌধুরী ক্ষমতার অপব্যবহার ও অনিয়ম-দুর্নীতির মাধ্যমে ১৩ কোটি ৬১ লাখ ১২ হাজার ৫৩৩ টাকার অবৈধ সম্পদ অর্জন করেন। তার ৫৭টি ব্যাংক হিসাবে ৪৪৫ কোটি ২৩ লাখ ৭৪ হাজার ৩৯ টাকা সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলাটি করা হয়।

অপর মামলার এজাহারে বলা হয়, নিগার সুলতানা চৌধুরী অনিয়ম-দুর্নীতির মাধ্যমে ২ কোটি ২৩ লাখ ৭৭ হাজার ৬৮৯ টাকার অবৈধ সম্পদ অর্জন করে নিজ ভোগ দখলে রাখেন। তার ১১টি ব্যাংক হিসাবে ৪ কোটি ৩৫ লাখ ১০ হাজার ৮৪৩ টাকা সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলাটি  করা হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত