সোমবার, ১৭ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

মাহমুদউল্লাহর অবসর ক্রিকেটের জন্য বিষাদের মুহূর্ত: বিসিবি সভাপতি

আপডেট : ১৩ মার্চ ২০২৫, ০২:০৪ পিএম

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। গতকাল অবসর ঘোষণার পর থেকে তার সাবেক সতীর্থ থেকে শুরু করে ক্রিকেট সংশ্লিষ্টরা পরবর্তী জীবনের জন্য শুভকামনা জানাচ্ছেন। করছেন স্মৃতিচারণ। আজ বৃহস্পতিবার বিসিবি সভাপতি ফারুক আহমেদও এক বিবৃতিতে মাহমুদউল্লাহর অবদান স্মরণ করলেন।

ফারুক আহমেদ বলেছেন, ‘এটা বাংলাদেশ ক্রিকেট সংশ্লিষ্ট সবার জন্যই বিষাদের একটা মুহূর্ত। প্রায় দুই দশক মাহমুদউল্লাহ জাতীয় দলের অন্যতম প্রধান ভরসা ছিল। ধারাবাহিকতা ও চাপের ভেতর থেকে বেরিয়ে আসতে পারার ক্ষমতা তাঁকে অমূল্য এক সম্পদে পরিণত করেছিল। খেলার প্রতি তার নিবেদন ও পারফরম্যান্স ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা মানদণ্ড তৈরি করেছে। তার লিগাসি অনুপ্রেরণা হিসেবে থেকে যাবে।’

‘সাইলেন্ট কিলার’ হিসেবে পরিচিত মাহমুদউল্লাহকে সবসময়ই শেষদিকে প্রচণ্ড চাপের মুখে ব্যাট করতে হতো। ফারুক আহমেদ তার এই অবদানের কথাও স্মরণ করেছেন, ‘গুরুত্বপূর্ণ মুহূর্তে পারফর্ম করার জন্য মাহমুদউল্লাহর আলাদা একটা সুনাম ছিল বাংলাদেশ ক্রিকেটে। ব্যাট অথবা বল হাতে, সবচেয়ে দরকারি মুহূর্তে সে পারফর্ম করেছে। চ্যালেঞ্জিং সময়ে তার মাথা ঠান্ডা রাখার গুণ ও মাঠে নেতৃত্বগুণ তাকে বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সম্মানিত ক্রিকেটার হিসেবে প্রতিষ্ঠিত করেছে।’

মাহমুদউল্লাহকে ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়ে ফারুক বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আমরা মাহমুদউল্লাহর দুর্দান্ত এক ক্যারিয়ারকে উদ্‌যাপন করি। একই সঙ্গে এতগুলো বছর দল ও খেলার জন্য নিবেদনের জন্য তার প্রতি কৃতজ্ঞতা জানাই। আমরা তার ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই। এ বিষয়েও আমরা আত্মবিশ্বাসী যে তার অভিজ্ঞতা বাংলাদেশ ক্রিকেটকে সমৃদ্ধ করে যাবে।’

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত