জাতীয় দলের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান কাঁধের পুরনো সমস্যা থেকে মুক্তি পেতে প্লেটলেট-সমৃদ্ধ প্লাজমা (পিআরপি) ইনজেকশন নিয়েছেন। তার বাঁ কাঁধে এই ইনজেকশন দেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
পিআরপি চিকিৎসায় শরীরের নিজস্ব প্লাজমা ইনজেকশনের মাধ্যমে ক্ষতিগ্রস্ত স্থানে প্রয়োগ করা হয়, যা ব্যথা কমিয়ে দ্রুত সেরে উঠতে সাহায্য করে। মোস্তাফিজের বাঁ কাঁধে আগে অস্ত্রোপচার হয়েছিল, মাঝে মাঝে সেখানে অস্বস্তি হলেও তিনি খেলে যাচ্ছিলেন।
বিসিবির এক কর্মকর্তা ডেইলি সানকে জানান, 'মোস্তাফিজ ইনজেকশন নিয়েছে, এখন কিছুদিন বিশ্রাম নেবে। নতুন কোনো চোট নেই, তবে আগের চোটের জায়গায় মাঝে মাঝে সমস্যা হয়।'
ঈদুল ফিতরের পর চলমান ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) তার ফেরার সম্ভাবনা রয়েছে।
এদিকে, গত মৌসুমে মোস্তাফিজ প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে খেলেছিলেন। এবারও তিনি দলে থাকতে পারেন বলে শোনা যাচ্ছে। ক্লাবের এক কর্মকর্তা বলেন, 'সে ফিট হলে, বাজেটের মধ্যে থাকলে অবশ্যই আমরা তাকে দলে নিতে চাই।'