জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিদ্রোহী হলের প্রভোস্ট ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. সাইফুল ইসলামকে পদ থেকে অপসারণের সিদ্ধান্ত ও মানহানির প্রতিবাদে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছে বিভাগটির শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৩ মার্চ) ৩ দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ করে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের দেওয়া ৩ দফা দাবিসমূহের মধ্যে রয়েছে- বিদ্রোহী হল প্রভোস্টের সম্মানহানির সঙ্গে জড়িত সকলকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা, তদন্ত ব্যতীত বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক স্যারের বিরুদ্ধে নেওয়া সব ধরনের অন্যায় ও অযৌক্তিক সিদ্ধান্ত বাতিল ঘোষণা এবং যেসব অনলাইন পেজ ও গ্রুপ মুষ্টিমেয় শিক্ষার্থীকে উসকে দিয়েছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
শিক্ষার্থীদের এসব দাবির প্রসঙ্গে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সকলেই আমার কাছে সমান। যে ঘটনা ঘটেছে, তা সম্পূর্ণ অযৌক্তিক এবং জিম্মি করে বাস্তবায়ন করা হয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনে থেকেই সংশ্লিষ্ট সকল স্টেকহোল্ডারের দাবি-দাওয়া বিবেচনায় নিয়ে যথাযথ সিদ্ধান্ত গ্রহণ করবো। যদি তা সম্ভব হয়, তাহলে আমি দায়িত্বে থাকবো, অন্যথায় থাকবো না।
তিনি আরো বলেন, আন্দোলন চলাকালীন কুরুচিপূর্ণ মন্তব্য ও অসৌজন্যমূলক আচরণ করা হয়েছে, যা দুঃখজনক। এ বিষয়ে সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রসঙ্গত, বুধবার (১২ মার্চ) স্নাতকোত্তর শেষ হওয়ার পূর্বেই হলের সিট বাতিল এবং ইফতারের টোকেন সংগ্রহের সময় শিক্ষার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে হল প্রভোস্ট অধ্যাপক ড. সাইফুল ইসলামের পদত্যাগসহ ৪ দফা দাবিতে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। পরবর্তীতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সকল দাবি মেনে নেওয়ার আশ্বাস দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।